কবি–অথই নূরুল আমিন

নদীতে যখন ভাঙ্গণ সৃষ্টি হয়
সেথায় তখন অপূরণীয় ক্ষতি হয়,
যখন অন‍্যত্র চর জেগে ওঠে
তখন সহিংসতার থাকে ভয়।

দুজনের যখন ভালোবাসা হয়
তখন ভাঙ্গণের থাকে সংশয়
কেউ সত্যি সত্যি ভালোবাসে
কেউ করে ভালোবাসার অভিনয়।

নদী এবং ভালোবাসা এ দুয়ের
একই ধারা উপ -ধারা প্রবাহ
ভাঙ্গা এবং গড়ে ওঠা
কখনও নীরব কখনো অগ্নীদাহ।