মোঃ আজগার আলী, জেলা প্রতিনিধি সাতক্ষীরাঃ-  সাতক্ষীরা কলারোয়ায় উপ-সহকারী কৃষি কর্মকর্তা সুকান্ত বিশ্বাস। দুই মাস আগে চাকরির প্রথম পোস্টিংয়ে সাতক্ষীরার কলারোয়ায় উপ-সহকারী কৃষি কর্মকর্তা হিসেবে যোগ দেন সুকান্ত বিশ্বাস (২৫)। শনিবার ১৯শে আগস্ট তাঁর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে থানা পুলিশ। রাত ৮টার দিকে তাঁর মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন কলারোয়া থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান। সুকান্ত বিশ্বাস খুলনার ডুমুরিয়া উপজেলার জিয়েনতলা গ্রামের স্বদেশ বিশ্বাসের ছেলে। তিনি গত ২৭ জুন কলারোয়ায় কৃষি কর্মকর্তা কার্যালয়ে উপ-সহকারী কৃষি কর্মকর্তা হিসেবে যোগ দেন। উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জিয়াউল হক জানান, কলারোয়া পৌর সদরের স্থানীয় বাসিন্দা সূত্রে জেনেছি, কলারোয়া পৌর সদরের কলাগাছি মোড়ের অমল রায়ের বাড়িতে ভাড়া থাকতেন মা ও ছেলে। বিকেলে মাকে টাকা দিয়ে বাজারে পাঠান সুকান্ত। বাসায় ফেরার পর দরজা বন্ধ দেখতে পান মা। আশপাশের লোকজন এসে দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় তাঁকে দেখতে পান। পরে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করেন। কলারোয়া উপ-সহকারী কৃষি কর্মকর্তা মৃণাল কান্তি বলেন, দুই মাস আগে চাকরিতে যোগ দেন সুকান্ত বিশ্বাস। কেঁড়াগাছি ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তার দায়িত্বে ছিলেন তিনি। অফিসে সব সময় চুপচাপ থাকতেন। তাঁর মা বলছেন, তিনি মানসিকভাবে দুশ্চিন্তাগ্রস্ত ছিলেন কিন্তু কাউকে কিছু বলতেন না। কী কারণে আত্মহত্যা করেছেন তা এখনো জানা যায়নি। ওসি মোস্তাফিজুর রহমান বলেন, সুকান্ত বিশ্বাস কী কারণে গলায় ফাঁস দিয়েছেন তা এখনো জানা যায়নি। এ বিষয়ে কলারোয়া থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। লাশ পোস্টমর্টেমের জন্য সাতক্ষীরা মর্গে পাঠানো হয়েছে। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।