মোঃ আজগার আলী, জেলা প্রতিনিধি সাতক্ষীরাঃসাতক্ষীরার কলারোয়ায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগে আদালতে মামলা দায়ের করা করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। চলাচলের রাস্তার জায়গা দেওয়া নিয়ে দুই প্রতিবেশীর মধ্যে দ্বন্দ্ব চরম আকার ধারণ করেছে। চলে আসা দ্বন্দ্বের জেরে সালিস, সমঝোতা বৈঠক হয়েছে। তবু কোনো সমাধান আসেনি। এর আগেও প্রতিপক্ষ তিন বার রাস্তাটি দখল করে বন্ধ করে দিয়ে ছিল।আদালতে দায়েরকৃত মামলা সুত্রে জানা গেছে, কলারোয়ার মুরারীকাটি গ্রামের মৃত মীর মতিয়ার রহমানের পুত্র মীর মফিজুল রহমান (৫৮) এর বসত বাড়ির চলাচলের রাস্তাটি গত ১৫ই জুলাই শনিবার সকালে প্রতিপক্ষ একই গ্রামের মৃধা সুজাউদ্দীনের পুত্র মৃধা হেলাল উদ্দিন ও তার পুত্র হুমায়ুন কবির লিটু, স্ত্রী লিলি খাতুন ও নাছির উদ্দীনের স্ত্রী নাছিমা খাতুন সহ অজ্ঞাত আরও ৪/৫ জন সম্পুর্ন অবৈধ ভাবে জোর পূর্বক দখল করে বন্ধ করে দেওয়ার অভিযোগে আজ রবিবার ১৬ই জুলাই সাতক্ষীরার বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কাঃ বিধির ১৪৭ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। আদালত মামলাটি গ্রহণ করে কলারোয়া থানার ওসি কে শান্তি শৃঙ্খলা বজায় এবং তদন্ত করে প্রতিবেদন দাখিল করার নির্দেশ দিয়েছেন। এখন রাস্তাটি বন্ধ করা নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।