মোঃ মোশারফ হোসেন,কাউনিয়া রংপুরঃ

রংপুরের কাউনিয়া উপজেলা কৃষি অফিসের আয়োজনে প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকের মধ্যে বিনামূল্যে আউশ ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ শুরু করা হয়েছে। সোমবার (১ এপ্রিল) দুপুরে কাউনিয়া উপজেলা কৃষি অফিস চত্বর থেকে এই কার্যক্রমের সূচনা হয়। চলতি মৌসুমে উপজেলার মোট ১৯৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে আউশ ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হবে।
বর্তমান পরিস্থিতিতে দেশের খাদ্য উৎপাদনের কথা মাথায় রেখে পর্যায়ক্রমে বিতরণ কার্যক্রম চলবে। উপজেলা কৃষি কর্মকর্তা মোছাঃ শাহানাজ পারভীন জানান , আউশ ধান আবাদের লক্ষ্যে প্রত্যেক কৃষক এক বিঘা জমির জন্য পাঁচ কেজি উচ্চফলনশীল জাতের আউশ ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি হারে পটাশ সার পাবেন। বিতরণ সার ও বীজ মাঠ পর্যায়ে যথাযথভাবে বাস্তবায়নের লক্ষ্যে উপসহকারী কৃষি কর্মকর্তারা কৃষকদের পাশে থেকে প্রযুক্তিগত সহযোগিতা প্রদান করবেন।এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহিদুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা মোছাঃ শাজাহান পারভীন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ সামিউল আলম,
উপসহকারী কৃষি কর্মকর্তা, শ্রী বাদল চন্দ্র রায়, উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ মহর আলী, উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ মাহফুজ আলম প্রমুখ।