আল আমিন ইসলাম – রংপুর প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী মৎসজীবী দল কাউনিয়া উপজেলা শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১৭ আগষ্ট বুধবার বিকেল ৫ টায় কাউনিয়া উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।
কাউনিয়া উপজেলা মৎসজীবী দলের কর্মী সম্মেলনে মৎসজীবী দল রংপুর জেলা শাখার আহবায়ক মো: মোজাম্মেল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কাউনিয়া উপজেলা শাখার আহবায়ক আলহাজ্ব এমদাদুল হক ভরসা, প্রধান বক্তৃতায় উপস্থিত ছিলেন কাউনিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব মো: মোজাহারুল আলম বাবলু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউনিয়া উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক রাকিবুল হাসান পলাশ, যুগ্ম আহবায়ক আব্দুর রহিম, যুগ্ন আহবায়ক আমিনুর রহমান, যুগ্ম আহবায়ক আলমগীর চৌধুরী লিটন, যুগ্ম আহবায়ক আক্তারুজ্জামান মন্ডল, যুগ্ম আহবায়ক সোহেল রানা, যুগ্ম আহবায়ক আতিকুল ইসলাম সোহাগ, বাংলাদেশ জাতীয়তাবাদী মৎসজীবী দল রংপুর জেলা শাখার সিনিয়র যুগ্ম আহবায়ক রজব আলী, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল রংপুর জেলা শাখার সাধারণ সম্পাদক রওশনআরা বেগম রত্না।
এই কর্মী সম্মেলনে উপজেলার ৬ টি ইউনিয়ন থেকে বিএনপির অসংখ্য নেতাকর্মী সহ কয়েক শতাধিক মৎসজীবী দলের অনুগামীরা উপস্থিতি হয়ে অনুষ্ঠানটি সাফল্য মন্ডিত করেন।
বক্তরা বলেন মৎস্যজীবী দল জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠন এই সংগঠনের সঠিক ভাবে পরিচালনার জন্য আপনাদের যে দায়িত্ব দেওয়া হলো আপনারা সঠিক ভাবে পরিচালনা করবেন।