মোঃ মাহ্ফুজুল হক খান (জিকু),সিনিয়র স্টাফ রিপোর্টারঃ
কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার দামিহা নামক গ্রামে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে,আঞ্জু মিয়ার স্ত্রী আম্বিয়া আক্তার (৪০) এক মহিলা মাদক ব্যবসায়ী’কে আটক করেন,তাড়াইল থানা পুলিশ। এ সময় পুলিশের উপস্হিতি টেরপেয়ে তারাহুরা করে চিহ্নিত মাদক ব্যবসায়ীআঞ্জু মিয়া তার নিজ ঘরের পিছনের দরজা দিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়।
জানা যায় তাড়াইল থানাধীন জি ডি নং ১১৩৪ গত ২৯ /০৮/২০২৩ইং তারিখে থানায় অফিসার ইনচার্জ মোহাম্মদ মনসুর আলী আরিফের নেতৃত্বে ও তার ফোর্স সহ তাড়াইল উপজেলার দামিহা নামক গ্রামেের আঞ্জু মিয়ার ঘরে তল্লাশি চালিয়ে ৪ (চার কেজি) গাজা যাহার বর্তমান বাজার মূল্য ৮০,০০০
( আশি হাজার টাকা) প্রাপ্ত হইয়া সাক্ষীদ্বয়ের মোকাবেলায় উদ্ধারপূর্বক মালামাল জব্দ করেন। উক্ত আসামিদের বিরুদ্ধে একটি নিয়মিত মামলা রুজু করে এবং গ্রেফতারকৃত আসামিকে কিশোরগঞ্জ জেলা কোর্টে প্রেরণ করা হয়েছে এবং মাননীয় বিচারক মহোদয়ের সিদ্ধান্ত মোতাবেক মাদকদ্রব্য আইনে তাহাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।