মো মাহফুজুল হক খান (জিকু),সিনিয়র স্টাফ রিপোর্টারঃ
কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি মোঃ মারুফ মিয়া ও মিঠামইন উপজেলা ছাত্রদল নেতা তারিক মোমেনের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ। কিশোরগঞ্জ জেলা দায়রা জর্জ আদালত অদ্য ৭ই সেপ্টেম্বর বৃহস্পতিবার কিশোরগঞ্জ জেলা দায়রা জর্জ আদালতে কিশোরগঞ্জ মডেল থানার মামলা নং ২০(০৭)২০২৩ এর এজাহার নামীয় আসামি হিসাবে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে বিজ্ঞ জেলা দায়রা জর্জ আদালত জামিন নামঞ্জুর করে তাদের কে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। মামলার বিবরনে জানা যায় গত ১৯/০৭/২০২৩ তারিখে সারাদেশ ব্যাপি ও জেলা পর্যায়ে বি,এন,পির পদযাত্রা কর্মসূচীর অংশ হিসাবে কিশোরগঞ্জ জেলা বি,এন,পির একটি পদযাত্রা অনুষ্টিত হয় উক্ত পদযাত্রায় পুলিশ বাঁধা দিলে পুলিশের সাথে বি,এন,পি নেতা কর্মিদের ধাওয়া পাল্টা ধাওয়া সহ সংঘর্ষে লিপ্ত হয়। উক্ত ঘটনায় প্রেক্ষিতে কিশোরগঞ্জ সদর মডেল থানার এস,আই,( নিরস্ত্র) মোঃ ফজলুর রহমান বাদী হয়ে জেলা ছাত্রদলের সভাপতি মোঃ মারুফ মিয়া সহ ১৯ জনের নাম উল্লেখ করা সহ অজ্ঞাত ৭০/৮০ জনের নামে পুলিশের কাজে বাঁধা ও পুলিশের গাড়ি ভাংচুর ও পুলিশ কে আঘাত করার অভিযোগে একটি মামলা দায়ের করেন। তারেই ফলশ্রুতিতে আজ এই দুইজন ছাত্রনেতাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।