ভিক্টর বিশ্বাস চিতা,কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃকুষ্টিয়ার এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গুলিবর্ষণে একজন গুলিবিদ্ধ হয়েছেন। সোমবার (১০জুলাই) রাত সাড়ে ১১ টার দিকে গড়াই নদীর তীরবর্তী বেড়কালোয়া বাজারের চায়ের দোকানে এই ঘটনা ঘটে। গুলিবিদ্ধ হয়েছেন কয়া ইউনিয়ন এর বেড়কালোয়া গ্রামের মেহেদি শেখের ছেলে মন্টু শেখ (৫০)। স্থানীয়রা জানান, বর্তমান কয়া ইউপি চেয়ারম্যান আলী গ্রুপের ইয়ারুলের সাথে সাবেক ইউপি চেয়ারম্যান স্বপন গ্রুপের রিপন এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছে। সোমবার বিকেলে দুই গ্রুপের মধ্যে বাকবিতণ্ডা হয়। এবং রাতে সাড়ে এগারটার দিকে ইয়ারুল চায়ের দোকানে বসে থাকা অবস্থায় রিপন সহ বেশ কয়েকজন এসে গুলি করলে ইয়ারুলের পাশে বসে থাকা মন্টু শেখ গুলিবিদ্ধ হয়। এসময় স্থানীয়রা মন্টুকে উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে গেলে তাকে চিকিৎসা দিয়ে ভর্তি রাখা হয়েছে। বিষয়টি নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। কুমারখালী থানার অফিসার ইনচার্জ মো. আকিবুল ইসলাম জানান, সাবেক ও বর্তমান ইউপি চেয়ারম্যান এর মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘাত দীর্ঘদিনের। এখনো কোন লিখিত অভিযোগ পাইনি, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।