ভিক্টর বিশ্বাস চিতা,স্টাফ রিপোর্টারঃকুষ্টিয়ার কুমারখালীতে রাতে ঋনের কিস্তি আদায় করে ফেরার সময় গণ ধর্ষণের শিকার হয়েছেন এক এনজিও কর্মী।(১৯-৭-২০২৩)ইং তারিখ বুধবার রাতে নন্দলালপুর ইউনিয়ন এর বুজরুক বাঁখই গ্রামে এই ঘটনা ঘটেছে। ধর্ষক তিনজনকে রাতেই আটক করেছে কুমারখালী থানা পুলিশ।আটকরা হলেন, নন্দলালপুর ইউনিয়ন এর বুজরুক বাঁখই গ্রামের কুদ্দুস শেখের ছেলে রবিন (২১), আবু বক্কারের ছেলে মাসফিকুর রহমান(১৯) ও দুর্গাপুর গ্রামের হান্নানের ছেলে রাসেল (২০)।ভুক্তভোগী এনজিও কর্মী জানান, সিও নামক এনজিও এর কুমারখালী ব্রাঞ্চে অস্থায়ী ভিত্তিতে ফিল্ড অফিসার হিসাবে তিনি কর্মরত। তার বাড়ি ফরিদপুর জেলার জ্ঞানদিয়া দয়ারামপুর গ্রামে। গতকাল বুধবার রাত ৮ টার দিকে ভ্যান যোগে মাজগ্রাম থেকে কিস্তি আদায় করে ফেরার সময় বুজরুখ বাঁখই গ্রামে পৌঁছালে ৩/৪ জন যুবক তাকে আটকিয়ে খারাপ আচরণ ও মোবাইল ফোন কেড়ে নেবার চেষ্টা করলে তিনি এনজিও এর ম্যানেজারকে ঘটনাস্থলে আসতে বলেন। ম্যানেজার পৌঁছানোর আগেই বখাটেরা ভ্যান চালক ও তার সাথে থাকা জিল্লুর রহমানকে জোরপূর্বক তাড়িয়ে দিয়ে তাকে পার্শ্ববর্তী পাট ক্ষেতে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে ফেলে রেখে পালিয়ে যায়। পরবর্তীতে তিনি ম্যানেজার এর সহযোগিতায় কুমারখালী থানায় এসে অভিযোগ দায়ের করেন।এ বিষয়ে সিও এনজিও এর ব্রাঞ্চ ম্যানেজার রেজওয়ান বিল্লাহ জানান, তিনি ফোন পেয়ে ঘটনাস্থলে পৌঁছে খোঁজাখুঁজির এক পর্যায়ে তাকে উদ্ধার করে কুমারখালী থানায় এসে লিখিত অভিযোগ দায়ের করেন।কুমারখালী থানার ওসি মো. আকিবুল ইসলাম জানান, অভিযোগ পাবার সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং সারা রাত ধরে অভিযান চালিয়ে আসামিদের আটক করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেন।
কুষ্টিয়া কুমারখালীতে কিস্তি আদায়ে গিয়ে গণ ধর্ষণের শিকার এনজিও কর্মী।
Related Posts
নিখোঁজ সংবাদ জলঢাকা উপজেলার শৌলমারী ইউনিয়নে বাসিন্দা দুলু মিয়া নিখোঁজ
নীলফামারী প্রতিনিধি: একটি নিখোঁজ সংবাদ। মোতাসিম বিল্লাহ ওরফে দুলু মিয়া, বয়স ৩৯ বছর। পিতা মৃত একেএম ওবায়দুল্লাহ সালাফি গ্রাম -শৌলমারী মুন্সিপাড়া, পোস্ট -ডাকালিগঞ্জ, উপজেলা-জলঢাকা, জেলা- নীলফামারী। সে গাজীপুর সদর…
শুভ জন্মদিন সাংবাদিক তরুণ লেখক সোহানুর রহমান সোহান
কিশোরগঞ্জ প্রতিনিধিঃ আজ ১০ই নভেম্বর ভৈরবের জনপ্রিয় তরুণ লেখক সোহানুর রহমান (সোহান) এর শুভ জন্ম দিন। তিনি ২০০০ ইং সালের আজকের এই দিনে কিশোরগঞ্জ জেলার ভৈরবের জমির উদ্দীন মুন্সির বাড়ীর…