ভিক্টর বিশ্বাস চিতা, স্টাফ রিপোর্টারঃ
গতকাল (১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কস্থ কুমারখালীর চড়াইকোল নামক স্থানে স্কুটি ও লরি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে স্কুটি আরোহী সীমা আক্তার (২৮) নামের এক গৃহবধূ নিহত হয়েছে ।
নিহত সীমা আক্তার কুষ্টিয়ার কুমারখালী উপজেলার সদকী ইউনিয়নের দড়িমালিয়া এলাকার হারুনের স্ত্রী।
জানা গেছে, স্কুটিযোগে তার বাড়ির দিকে যাচ্ছিল, অপরদিকে একটি লরি ট্রাক কুষ্টিয়ার দিকে যাচ্ছিল। তারা উভয়ে চড়াইকোল নামক স্থানে পৌছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সংঘর্ষের ঘটনায় স্কুটি আরোহী ঘটনাস্থলেই নিহত হয়।
ঘাতক লরি ট্রাকওয়ালা পালিয়ে যায়।
পরে কুষ্টিয়া থানার ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করেন।
এ বিষয়ে কুমারখালী থানার সাব-ইন্সপেক্টর মারুফ হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবার অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।