নিজস্ব প্রতিবেদকঃ

খুলনা আর্ট একাডেমি ৩০৮, ওহাব এভিনিউ,ইকবাল নগর অবস্থিত। ২০০৩ সাল থেকে শিশুদের নিয়ে শিল্পচর্চা করেন চিত্রশিল্পী মিলন বিশ্বাস। এখানে শিক্ষার্থীরা বাংলাদেশ ভারতের সকল চারুকলায় ২১৮জন পড়াশোনা করার সুযোগ পেয়েছেন।একাধিক শিক্ষার্থীরা সরকারি চাকরি পেয়েছেন। সেই সুনাম ছড়িয়ে পড়েছে দেশের স্বনামধন্য ব্যক্তিদের মাঝে। ৩রা এপ্রিল বুধবার বিকাল ৩টার সময় হঠাৎ করে ঢাকা থেকে আগত সঞ্জীবন লহরী, চেয়ারম্যান, চারুনীড় রিলেশন অফ আর্ট ক্রিয়েটিভ অর্গানাইজেশন, জনাব তুষার কান্তি বিশ্বাস, চারুনীড় প্রশাসনিক কর্মকর্তা ও খুলনা বিভাগের আলোচিত মানুষ ব্রাইট স্টার এন সায়মন জাদুশিল্পী সকলের শিল্পচর্চার কি করে মানুষের মাঝে ছড়িয়ে দিতে হয় এমন উদ্যোগ নিয়েছেন চারুনীড় রিলেশন অফ আর্ট ক্রিয়েটিভ অর্গানাইজেশন এবং আমাদের দেশের নবীনরা যাতে ভবিষ্যতে ভালো একটি পথের সন্ধান পায় এই ধরনের শিল্পচর্চার বিভিন্ন আলোচনা করা হয়। সবাই মিলে একাডেমি পরিদর্শন করে উপস্থিত শিশু শিল্পীদের সঙ্গে পরিচিতি পর্ব এবং একাডেমিতে সংরক্ষিত লোকসংস্কৃতির বিভিন্ন বিষয়গুলি দেখে প্রশংসা করেন অতিথিরা ।তখন চিত্রশিল্পী মিলন বিশ্বাস উপস্থিত মতে তাৎক্ষণিক ভাবে অতিথিদের হাতে কিছু তুলে দিতে চান। তখন তার লেখা আর্টিকেল স্বাধীনতা দিবস উপলক্ষে খুলনার বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হওয়া একাধিক পত্রিকার মধ্যে দক্ষিণাঞ্চল প্রতিদিন একটি পত্রিকা তুলে দেন শিল্পী সঞ্জীবন লহরীর হাতে। এতে তিনি অত্যন্ত আনন্দিত এবং শিল্পচর্চার যোগ্য স্থানে আমরা আসতে পেরে ভালো লেগেছে এমনটা প্রকাশ করেন অতিথিরা। সর্বশেষ খুলনা আর্ট একাডেমির পরিচালক এবং সহকারী পরিচালক সহ তাদের চারুনীড় সংগঠনে আমন্ত্রণ জানিয়ে আবারো আসার প্রতিশ্রুতি রাখেন। একাডেমির পক্ষ থেকে চিত্রশিল্পী মিলন বিশ্বাস অতিথিদের ধন্যবাদ জানান এবং আবারো আসার আমন্ত্রণ জানিয়ে তাদেরকে বিদায় দেন।