উচ্চপ্রু মারমা সবুজ,রাজস্হলী রাঙ্গামাটিঃ

রাঙামাটির রাজস্থলী উপজেলার স্থানীয় গণমাধ্যমকর্মী মোঃ সুমনের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা ধর্ষণ মামলার প্রতিবাদে রাঙামাটিতে সংবাদ সম্মেলন করেছে সুমন এর পরিবার।
গত রোববার (০১ অক্টোবর) দুপুরে শহরের রাঙামাটি প্রেস ক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে সুমন এবং তার স্বজনরা দাবি করেন, উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের শফিপুর এলাকার এক নারী চলতি বছরের ০৩ আগস্ট চন্দ্রঘোনা থানায় ৯(১) ২০০০ সালে নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী ২০০৩ তৎসহ ৩২৩/ ৩২৪/ ও ৩৮০ ধারায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে সাংবাদিক সুমনের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন।কিন্তু জানাযায় স্থানীয় গণমাধ্যমকর্মী মোঃ সুমন ঘটনার ৮ দিন আগে ২১ শে জুলাই রোজ শুক্রবার তার নিজ বাড়ি খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার,তবল ছড়িতে পিতার সম্পত্তি ভাগবণ্টন করে কিছুটা সম্পদ বিক্রির উদ্দেশ্য যায় এবং ২১ শে জুলাই থেকে ১০ই আগষ্ট পর্যন্ত সেখানে অবস্থান করে। যা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হয়। মোঃ সুমন ঘটনার সময় এলাকায় ছিলনা এই ঘটনার সাথে সে কোনোভাবেই জড়িত না কিন্তুু মামলার এজাহারে তার নাম কিভাবে আসে তাই সর্বস্তরের এলাকাবাসীর মনে প্রশ্ন।
জানাযায় ৩০ শে জুলাই রবিবার মোছাঃ কুলছুম আক্তারের সাথে একটি ধর্ষণের ঘটনা ঘটে। ভিকটিম মহিলা মোছাঃ কুলছুম আক্তার প্রথমে পুলিশকে জানান তারই প্রতিবেশী মৃত্যুঃ আইনুদ্দিনের ছেলে মোঃ আবুকালাম তাকে ধর্ষণ করেছে ভিকটিমের কথায় চন্দ্রঘোনা থানা পুলিশ  মোঃ আবুকালামকে তিনদিন ৩০শে জুলাই থেকে ১ আগষ্ট পযন্ত পুলিশি হেফাযতে রাখে।


কিন্তু পহেলা আগস্ট আবার বাদিনী থানা থেকে আবুল কালামের বিরুদ্ধে দেওয়া অভিযোগটি প্রত্যাহার করে নেয়।
আমার ভুল হয়েছে বলে থানা থেকে বনসহি দিয়ে  আবু কালামকে আবার ছাড়িয়ে নিয়ে যায়।পরে বাদিনী সুমনের নামে মামলা দায়ের করেন।
এদিকে সাংবাদিক মানবাধিকার তথ্য পর্যবেক্ষণ সোসাইটির কর্মী মোহাম্মদ ইদ্রিস অনুসন্ধানী নিউজ করার সময় জানাযায় ভিকটিম মহিলা বলে একাধিক পুরুষ তাকে ধর্ষণ করেছে বলে জানান। কিন্তু মোঃ সুমনের নাম মামলার এজাহারে কিভাবে আসছে জানতে চাইলে ভিকটিম বলে আমিতো সুমনের নাম বলিনাই। আমি বলছি একটা ওসি লিখছে আরেকটা।

সংবাদ সম্মেলন সুমন এর পরিবার বলেন, বাদীনির পরিবারের সঙ্গে সুমনের শ্বশুরালয়ের পরিবারের জায়গা সংক্রান্ত সমস্যা রয়েছে। যা আদালতে বিচারাধীন। মূলত এ ঘটনাকে কেন্দ্রে করে বাদী স্বজ্ঞানে সাংবাদিক সুমনকে ফাঁসাতে তার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছেন। এ ঘটনার জন্য তার পরিবার অভিলম্বে মিথ্যা মামলা থেকে সুমনকে রক্ষা করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন এবং প্রকৃত অপরাধীকে আটক করার জন্য অনুরোধ জানান।
সুমনের স্ত্রী নুসরাত জাহান নিশু আরো জানান সাংবাদিক মোঃ সুমনের বিরুদ্ধে মিথ্যা ধর্ষণ মামলার প্রতিবাদে বাঙ্গালহালিয়া বাজারে ১৯/০৮/২৩ ( শনিবার ) বিকাল ৪ ঘটিকার সময় মানবাধিকার তথ্য পর্যবেক্ষণ সোসাইটি MTPS. (মাতপস্) ওয়ার্ল্ড এবং সাংবাদিক ও সামাজিক সংগঠনসহ সর্বস্তরের এলাকাবাসীর পক্ষ থেকে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের ও আয়োজন করা হয়েছিল।
রাঙামাটিতে সংবাদ সম্মেলন উপস্থিত ছিলেন সাংবাদিক সুমনের স্ত্রী নুসরাত জাহান নিশু, রিয়াজ উদ্দিন রানা, রেজাউল আলমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।