এ এম রিয়াজ কামাল হিরণ- চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে নগর ও জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ১১ জন। এ নিয়ে চট্টগ্রামে চলতি বছরের গতকাল সোমবার পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৫ হাজার ৪৬৮। এরমধ্যে চলতি মাসের গত ২৮ দিনে হাসপাতালে ভর্তি হয়েছে ২ হাজার ৬৯২ জন। এরমধ্যে মারা গেছে ২৮ জন। এসব তথ্য জানিয়েছে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, গতকাল পর্যন্ত চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে ২৬৯ জন রোগী চিকিৎসাধীন রয়েছে। এর মাঝে চমেক হাসপাতালে ভর্তি রয়েছে ১০৫ জন।