নুর ইসলাম, পটুয়াখালী প্রতিনিধিঃ

পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার অন্তর্গত গোলখালী ইউনিয়নের ২নং ওয়ার্ড আদম ব্রীজ সংলগ্ন মৃত্যু আঃ রাজ্জাক হাং এর বসত ঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে সকল আসবাবপত্র। সরেজমিনে গিয়ে দেখা গেছে তার ঘরের কোন কিছু পোড়ার বাকী নাই। সাংবাদিক পরিচয় পেয়ে মৃত্যু আঃ রাজ্জাক হাং এর স্ত্রী বলেন আমি আমার মেয়ের জামাই বাড়ীতে ছিলাম স্থানীয় লোকজন আমাকে খবর দেয় যে তোমার ঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। আমি তারাতাড়ি ছুটে এসে দেখি আমার কাপড় থেকে শুরু করে কোন কিছুই পোড়ার আর বাদ নেই। এখন আমি কি করবো খাবার মত চাল নেই পড়ার মত কাপড় নেই আমার এখন আর কিছুই রইল না। আগুন কিভাবে লাগলো জিজ্ঞেস করায় তিনি বললো আমি শুনতে পারলাম কারেন্ট লেগেছে কিন্তু আমি জানিনা কিভাবে লেগেছে। ২নং ওয়ার্ডের সাবেক মেম্বার মোঃ মনির হোসেন হাং জানান অত্যন্ত গরিব তারা একটা ভাতের হোটেল দিয়ে চলতো।তার স্বামী নাই আর এখন ঘরটাও আগুনে পুড়ে ছাই হয়ে গেলো। তিনি বলেন বৈদ্যুতিক শর্ট সার্কিট এর কারণে আগুন লেগেছে এবং শুনে ঘটনা স্থানে এসেছি। ফরিদা বলেন আমি বাঁচতে চাই সকলের কাছে সাহায্য সহযোগিতা চাই।