মো: মিঠু মিয়া, গাইবান্ধা থেকে:
অভিযোগ সুত্রে জানা যায়, গাইবান্ধা সদর ৫নং বল্লমঝাড় ইউনিয়নের উত্তর ধানঘড়া গ্রামের মূত্যু নইজল হোসেন ছেলে সামিউল (৪২) মোঃ সোয়াইব মিয়া,(২৮) পিতা,মোঃনুরুন্নবী মিয়া, বাইজিদ মিয়া(২৩)পিতা মোঃ কুরানু শেখ,,মোঃ মিলন মিয়া (৩৫)পিতা,মোঃ মকবুল হোসেন,।এরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছে।যোগসাজসে,নিরীহ মানুষদেরকে বিভিন্নভাবে হয়রানি সহ হেনস্থা, আথিকভাবে, ক্ষতিগ্ৰস্থ করে।হাবিবুর রহমান,পেশা একজন মুদি ব্যবসায়ী। উত্তর ধানঘড়া চার মাথার মোড়ে তার মুদির দোকান।
মামলা ফাঁসানোর জন্য বিভিন্ন প্রশাসকের হয়রানি করাচ্ছে,
বিরুদ্ধে অভিযান চালিয়েছে বলে ধারনা করে বিনা কারণে শত্রুতা বশত বিভিন্ন সময়ে তাকে মারপিটসহ খুন ও হত্যা করার হুমকি প্রদান করে আসছিলো সামিউল, ও তার বাহিনী।প্রতিনিয়ত তাকে হত্যার জন্য মরিয়া হয়ে ওঠে সে।গত ২৭ মার্চ বেলা ১টার দিকে সদর উপজেলার উত্তর ধানঘড়ার চারমাথা মোড়ে অভিযুক্ত সামিউল ও তার সঙ্গীয় কয়েকজন মিলে হাবিবুর রহমান দেখতে পেয়ে তার উপর চড়াও হয়। এসময় হাবিবুর রহমানকে হত্যার হুমকি সহ বিভিন্ন ভাবে মিথ্যা মামলা দিয়ে ফাঁসিয়ে দেয়ার হুমকিও দেন সামিউল ও তার সঙ্গীরা।ও তার বাহিনীর ভয়ে জীবন সংকট ও চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন হাবিবুর রহমান ও তার পরিবারহাবিবুর রহমান বাদী হয়ে উক্ত ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।এঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করে নিজের নিরাপত্তা ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান ভুক্তভোগী মোঃ হাবিবুর রহমান