মোঃ মিঠু মিয়া, গাইবান্ধা জেলা প্রতিনিধি:
গাইবান্ধার সাদুল্লাপুরে জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল মাইটিভির ১৫তম বর্ষে পদার্পণ উপলক্ষে বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।২৫ এপ্রিল বৃহস্পতিবার বিকেলে এ উপলক্ষে উপজেলার পাইলট হাইস্কুল গেট থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদমিনার চত্তরে গিয়ে শেষ হয়।পরে মাইটিভি’র সাদুল্লাপুর উপজেলা প্রতিনিধি মো: শাহীন মিয়ার আয়োজনে প্রেসক্লাব সাদুল্লাপুর এর কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।প্রেসক্লাব সাদুল্লাপুর এর সভাপতি কেএম নেয়ামুল আহসান পামেল এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ মো: শফিকুল ইসলাম শফিক।এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ আজমী, কমরেড কামরুল ইসলাম প্রমূখ।
প্রেসক্লাব সাদুল্লাপুর এর যুগ্ন সাধারণ সম্পাদক শেখ মামুনুর রশিদ মামুন এর সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন প্রেসক্লাব সাদুল্লাপুর এর যুগ্ন সাধারণ সম্পাদক আহসান হাবীব নাহিদ, সাংগঠনিক সম্পাদক শেখ নাসির আহমেদ নাইস, সাংবাদিক মাসুদ, শাওন, শাকিল, উজ্জলসাংবাদিক মোঃ মিঠু মিয়া, দৈনিক সূর্যোদয় পত্রিকার, ও নিউজ টিভি-64, ও সাপ্তাহিক পারাপার পত্রিকার, বিডি মেঘলা নিউজ, গাইবান্ধা জেলা প্রতিনিধি, মোঃ মুরাদ মিয়া ডিবিসি বাংলা টিভি, বিশেষ প্রতিনিধি,প্রমূখ।।শেষে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। এবং মাইটিভির উত্তরোত্তর উন্নতি ও সাফল্য কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করেন সাদুল্লাপুর কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মো: জাহিদুল ইসলাম।