গাইবান্ধা জেলা প্রতিনিধি ,মোঃ আব্দুল খালেক মিয়াঃ- প্রতিটি সন্তান সঠিক দিকনির্দেশনা দিয়ে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ছাত্র, শিক্ষক ও অভিভাবক সমন্বয়ে মা সমাবেশের আয়োজন করা হয়েছে। ফুলছড়ি উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত গলাকাটি দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়। স্কুলের শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে, গতকাল বুধবার(২৩ আগস্ট) সকাল ১১ ঘটিকার সময় অভিভাবক / মা সমাবেশ অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এই এ সমাবেশে বিদ্যালয় এর ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ শহিদুল ইসলাম এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন ফুলছড়ি উপজেলা চেয়ারম্যান জি এম সেলিম পারভেজ। অন্যান্যদের মধ্যে বক্তব্য প্রদান করেন বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোঃ মোস্তা‌ফিজুর রহমান, মওলানা শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলাম , জা‌নেআলম সো‌হেল ই‌ন্টেঃ ভোকঃ ,আব্দুল ক‌রিম সি‌নিয়র সহকারী শিক্ষক, বিদ্যালয় এর ম্যানেজিং কমিটির সদস্য মোশারফ হোসেন মিঠু ,আজাদুল ইসলাম , সোলায়মান হো‌সেন প্রমুখ । সমাবেশে অন্তত দুই শতাধিক অভিভাবক অংশগ্রহণ করেন । ফুলছড়ি উপজেলার উচ্চ বিদ্যালয় সমূহের মধ্যে এসএসসি-২৩ পরীক্ষায় পাশের হারে দ্বিতীয় স্থান অধিকার করেছে বিদ্যালয়টি।উপস্থিত মা ও অভিভাবকদের উদ্যেশে বক্তারা আরো বলেন, আপনার সন্তানদের নিয়মিত স্কুলে পাঠাবেন। ছেলে-মেয়েদের সুশিক্ষায় শিক্ষিত করবেন। তাহলেই আপনাদের স্বপ্ন একদিন পূরণ হবে।