মোঃ মিঠু মিয়া,গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
শাকির হায়দার- মহান মে দিবস উপলক্ষে বুধবার সকাল ১০টায় গাইবান্ধা জেলা প্রশাসন ও শ্রম কল্যাণ কেন্দ্রের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।এ-উপলক্ষ্যে একটি বর্ণাঢ্য র্যালী স্বাধীনতা প্রাঙ্গণ থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. শরিফুল ইসলাম।
পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) দেওয়ান মওদুদ আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. শরিফুল ইসলাম ছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগ সভাপতি আবু বকর সিদ্দিক, অতিরিক্ত জেলা প্রশাসক সুশান্ত কুমার মাহাতো, অতিরিক্ত পুলিশ সুপার মো. ইবনে মিজান, জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক মো. খোরশেদ আলম, গাইবান্ধা শ্রম কল্যাণ কেন্দ্রের শ্রম সংগঠক মো. নাসির উদ্দিন, কাজী মকবুল হোসেন, আশরাফুল আলম বাদশা, আব্দুল করিম, আব্দুল কুদ্দুস সরকার প্রমুখ।দিবসটির এবারের প্রতিপাদ্য ছিল ‘শ্রমিক-মালিক গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’। আলোচনা সভার সঞ্চালনা করেন শিরিন আকতার।এছাড়া মে দিবস উপলক্ষে বিভিন্ন শ্রমিক সংগঠনের উদ্যোগে শহরে র্যালি ও নিজ নিজ সংগঠন কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।