মোঃসৌরভ শেখ,নিজস্ব প্রতিনিধিঃ “গাছ লাগান পরিবেশ বাঁচান” ও “বর্ষাকালে নিজ আঙিনায় গাছ লাগাই, এই স্লোগানকে সামনে রেখে আজ শুক্রবার ২৮শে জুলাই গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানাধীন কুশলি ইউনিয়নের দক্ষিণ কুশলি মসজিদ প্রাঙ্গণে ফলজ চারা রোপণ করা হয় অ্যালেক্স মানব কল্যাণ যুব সংঘের পক্ষ থেকে।২০২১সালে প্রতিষ্ঠিত হওয়া এই সামাজিক সংগঠনটি বাগেরহাটের চিতলমারী থানাধীন হিজলা ইউনিয়নে অবস্থিত। এবং এটি সম্পূর্ণ একটি অরাজনৈতিক ও অলাভজনক সেচ্ছাসেবী সংগঠন, উক্ত সংগঠনটি সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে পরিচালিত হয়। তারা বিভিন্ন সময় বিভিন্ন জেলায় অসহায় হতদরিদ্র মানুষের জন্য কাজ করে থাকেন।এসময়ে সেখানে উপস্থিত ছিলেন উক্ত সংগঠনের ক্রীড়া সম্পাদক ও টুঙ্গিপাড়া উপজেলা শাখার আহ্বায়ক মোঃমাহাবুর রহমান,কুশলি ইউনিয়ন এর মেম্বার ফায়েক শেখ,মাওলানা আব্দুর রহমান। মুন্সিগঞ্জ স্কুল শিক্ষক এবং অন্যান্য সদস্য বৃন্দ।এবিষয়ে অ্যালেক্স মানব কল্যাণ যুব সংঘের প্রতিষ্ঠাতা মোঃসৌরভ শেখ জানান তাদের এ কর্মসূচি আগামী ১মাস পর্যন্ত চলমান থাকবে এবং দেশের বিভিন্ন জেলায় এ কর্মসূচি বাস্তবায়ন করবেন।