সুনয়না সুরভী
গ্রীষ্মের প্রখরতায় জ্বলছে মাটি,
উড়ছে ধূসর ছাই।
প্রকাণ্ড গরমে ঝিলের জল,
শুকিয়ে যাচ্ছে তাই।
পথে পথিক হাঁটছে দ্রুত,
সঙ্গে নিয়ে ছাতা।
পথের ধারে নুইয়ে পড়েছে,
শত ঘাসফুল আর লতাপাতা।
ফটিকজল বলা চাতক পাখি,
আকাশ পথে ক্লান্ত বেশে।
ব্যর্থ হয়ে মুখ ফিরিয়ে,
ঘরে ফিরে অবশেষে।
গ্রীষ্মের প্রকাণ্ড তাপে,
প্রকৃতি যখন রুক্ষ।
সাধারণ জনমানুষ এর জীবনে,
বাড়ে দ্বিগুণ দুঃখ।
গরম লাগলে বেশি হারে,
পানি পান করব বেশি করে।
লাগাব গাছ পথের ধারে,
যেন শীতল পথ ওঠে গড়ে।