এ এম রিয়াজ কামাল হিরণ- চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃকুরআন প্রেমিকদের উপর বিনা উস্কানিতে পুলিশের নির্বিচারে গুলি,টিয়ারশেল নিক্ষেপ সভ্যদেশে অকল্পনীয়।তীব্র নিন্দা এবং ক্ষোভ,অবিলম্বে গ্রেফতারকৃতদের মুক্তির দাবী জানিয়ে চট্টগ্রাম মহানগরী জামায়াত নেতৃবৃন্দের বিবৃতি,চট্টগ্রামে আজ শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর গায়েবানা জানাজায় কুরআন প্রেমিকদের উপর বিনা উস্কানিতে পুলিশের নির্বচারে গুলি এবং অনেককে গ্রেফতার ও আহত করার প্রতিবাদে এবং অবিলম্বে গ্রেফতারকৃতদের মুক্তির দাবী জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল ও চট্টগ্রাম মহানগরী আমীর মুহাম্মদ শাহজাহান কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও নগর সেক্রেটারী অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন এক যুক্ত বিবৃতি প্রদান করেন।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন আজ চট্টগ্রাম মহানগরীর জমিয়তুল ফালাহ্ জামে মসজিদে বাদ আছর আহুত শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর (রহঃ) গায়েবানা জানাজায় আগত মুসল্লিদের উপর বিকেল সাড়ে তিনটা থেকে গুলি বর্ষণ,টিয়ারশেল নিক্ষেপ ও হামলা চালিয়ে দেশকে সংঘাতের দিকে ঠেলে দিয়ে জামায়াতে ইসলামীসহ বিরোধী দলের উপর ফ্যাসীবাদের তান্ডবতা-নির্যাতন চূড়ান্ত পর্যায়ে নিয়ে গিয়ে সরকারের নীলনকশা বাস্তবায়ন করতে চায়।অন্যথায় একজন জনপ্রিয় মুফাচ্ছিরে কুরআনের জানাজার নামাজকে কেন্দ্র করে এই পুলিশি তান্ডব কেন? সরকারের এহেন কুরআন বিরোধী ভূমিকা চট্টগ্রামের কুরআনের তাফসির মাহফিল প্রিয় জনতা কখনো ক্ষমা করবেনা। জানাজা স্থগিতের খবর পুলিশ প্রশাসন অবহিত হওয়া সত্ত্বেও সহনশীলতার পরিবর্তে সাধারণ মুসল্লীদের উপর পুলিশ গুলিবর্ষণ করে। এতে ৫-৬ জন গুলিবিদ্ধ হয়, ৩০-৩২ জন গ্রেফতার হয় এবং ১০-১২ জন আহত হয়, আহতরা বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। উক্ত ঘটনায় প্রতিবাদ জানিয়ে নেতৃবৃন্দ বলেন আজকের ঘটনা পুলিশের নূন্যতম পেশাদারিত্বকেও প্রশ্নবিদ্ধ করেছে এবং এটি অতিরিক্ত বাড়াবাড়ি। একটি জানাজাকে ভয় পেয়ে রাষ্ট্রীয় বাহিনী লেলিয়ে দেয়া আওয়ামীলীগের রাজনৈতিক চরম হীনমন্যতা ও দেউলিয়ত্বেরই বার্তা দেয়।আমরা অবিলম্বে গ্রেফতার কৃত তাওহীদি জনতাকে মুক্তি দেওয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি এবং পুলিশ বাহিনীকে নিরপেক্ষ ভাবে দায়িত্ব পালনের জন্য আহবান জানাচ্ছি।