এ এম রিয়াজ কামাল হিরণ,চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃচট্টগ্রামে তিনদিন ধরে বৃষ্টির ফলে বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষতি হয়েছে। প্রচুর বৃষ্টির ফলে রাস্তার উপরে পানি কোমর পর্যন্ত উঠে গেছে এই সুযোগটা অনেকে হাত ছাড়া করেনি অনেকেই মাছ শিকারে ব্যস্ত সময় পার করছেন।চরম দুর্ভোগে নগরবাসী চট্টগ্রামে তিনদিন ধরে বৃষ্টি হচ্ছে। এতে তীব্র গরমে কিছুটা স্বস্তি মিললেও জলাবদ্ধতায় দুর্ভোগে পড়েছেন নগরবাসী। রাস্তা-ঘাটসহ বিভিন্ন স্থানে বাসাবাড়িতে গৃহবন্দী হয়ে পড়েছে নগরবাসী। জলাবদ্ধতার কারণে যান চলাচল ব্যাহত হচ্ছে অনেক রোড়ে যান চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে। এইদিকে নগরীর বাকলিয়া, মুরাপুর, ষোলশহর দুই নম্বর গেট, চকবাজার, আগ্রাবাদ, সিডিএ আবাসিক, ইপিজেড, বহদ্দারহাটসহ বিভিন্ন স্থানে হাঁটু থেকে কোমর সমান পানি জমেছে। এ কারণে সড়কে যানসহ সাধারণ মানুষের চলাচলে দুর্ভোগ বেড়েছে।বিভিন্ন স্থানে হাঁটু থেকে কোমর সমান পানি।