এ এম রিয়াজ কামাল হিরণ চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ

চট্টগ্রামে সারারাত বৃষ্টিতে আবারও জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। দুর্ভোগে নগরবাসী চট্টগ্রামে গতকাল রাত থেকে বৃষ্টি হচ্ছে। এতে গরমে কিছুটা স্বস্তি মিললেও জলাবদ্ধতায় দুর্ভোগে পড়েছেন নগরবাসী। রাস্তা-ঘাটসহ বিভিন্ন স্থানে হাঁটুপানি থেকে কোমর পানি জমে গেছে। জলাবদ্ধতার কারণে সকাল থেকে যান চলাচল ব্যাহত হচ্ছে। আজ থেকে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষা শুরু হচ্ছে। এই জলবদ্ধতার কারণে সঠিকভাবে পরিক্ষা হতে পারবে কিনা সন্দেহ আছে।
সকাল থেকে নগরীর বাকলিয়া, মুরাপুর, ষোলশহর দুই নম্বর গেট, চকবাজার, আগ্রাবাদ, সিডিএ আবাসিক, ইপিজেড, বহদ্দারহাটসহ বিভিন্ন স্থানে হাঁটু থেকে কোমর সমান পানি জমেছে। এ কারণে সড়কে যানসহ সাধারণ মানুষের চলাচলে দুর্ভোগ বেড়েছে।বিভিন্ন স্থানে হাঁটু থেকে কোমর সমান পানি।