এ এম রিয়াজ কামাল হিরণ- চট্টগ্রাম জেলা প্রতিনিধি:
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরীর উদ্যেগে নগরীর পানিবন্ধি শ্রমিক মেহনতী মানুষের মাঝে আজ রান্না করা খাবার বিতরণ করা হয়। মহানগরীর বায়েজিদ, বাকলিয়া,চান্দগাঁও,পাঁচলাইশ থানা শাখাসহ বিভিন্ন রিক্সার গ্যারেজ ও নির্মাণ সেক্টরের শ্রমিকদের মাঝে এই খাবার বিতরণ করা হয়।খাবার বিতরণে অংশগ্রহণ করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগরীর সভাপতি এস এম লুৎফর রহমান,সাধারণ সম্পাদক মকবুল আহমদ ভুঁইয়া, বাকলিয়া থানার সভাপতি এম আসাদ আদিল,চান্দগাঁও থানার সভাপতি ইন্জি,সাইফুল ইসলাম,বায়েজিদ থানার সভাপতি মাওলানা জাহাঙ্গীর আলম,পাঁচলাইশ থানার সভাপতি আমির হোসাইন,সিএনজি অটোরিক্সা সেক্টরের সভাপতি বশির আহমদ সহ শ্রমিক নেতৃবৃন্দ।