এ এম রিয়াজ কামাল হিরণ,চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ

কোতোয়ালী উত্তরঃ
কোতোয়ালী থানা উত্তর জামায়াতের ইসলামীর উদ্যোগে পানিবন্দি ও ক্ষতিগ্রস্তদের মাঝে চাল,ডাল,তেল,সাবান,লবণ,পিঁয়াজ,চিড়া সহ শুকনা খাদ্য সামগ্রী বিতরণ করেন কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরী নায়েবে আমীর জনাব মুহাম্মদ নজরুল ইসলাম, প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,আল্লাহ বিপদ-আপদ দিয়ে মানুষকে পরীক্ষা করেন।আর যারা ক্ষতিগ্রস্ত তাদের কে আল্লাহর উপর ভরসা করতে হবে এবং ধৈর্য ধারণ করতে হবে। এসময় আরো উপস্থিত ছিলেন- থানা আমীর আমির হোছাইন,থানা সেক্রেটারী মুহাম্মদ ফেরদৌস,
দেওয়ানবাজার ওয়ার্ড সেক্রেটারী মুহাম্মদ মহিউদ্দিন,জামালখান ওয়ার্ড সেক্রেটারী রোকন উদ্দিন, দেওয়ানবাজার উত্তর ওয়ার্ড সভাপতি শাহ কামাল হাসান প্রমুখ।

বাকলিয়া উত্তরঃ
বাকলিয়া থানা উত্তর জামায়াতের ইসলামীর উদ্যোগে রাহাত্তারপুল এলাকায় অতিবৃষ্টির কারণে বিপর্যস্ত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগরী জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারী মোহাম্মদ উল্লাহ,তিনি প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন- বন্যার পানিতে কষ্ট পাওয়া মানুষকে সাহায্য করার মূল দায়িত্ব সরকারের। দূর্নীতিবাজ সরকার লুটপাট নিয়ে ব্যস্ত থাকলেও জনগণের কষ্ট লাগবে সম্পূর্ণভাবে ব্যার্থ হয়েছেঃ যদিওবা আমাদের সামর্থ্য সীমিত, সরকারি জুলুম নির্যাতনের মুখে আমরা বিপর্যস্ত প্রায়; এর পরও আমরা বিপদের সময় যতটুকু সম্ভব হয়েছে তা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমাদের জন্য দোয়া করবেন- যেন আরো বেশি পরিমাণে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারি। শুকনো খাবার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জনাব সুলতান আহমদ, জনাব কামাল হোসাইন, আলহাজ্ব আহমাদুল হক, জনাব শফিকুল আলম, জনাব ইয়াছিন আহাদ, জনাব ফরিদুল হক প্রমুখ

চান্দগাঁও উত্তরঃ
চান্দগাঁও থানা উত্তর জামায়াতের ইসলামীর উদ্যোগে অতিবৃষ্টির কারণে ক্ষতিগ্রস্তদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগরী জামায়াতের প্রচার সেক্রেটারী আবু হেনা মোস্তফা কামাল তিনি প্রধান অতিথির বক্তব্যে সমাজের বিত্তবানদেরকে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। এতে আরো উপস্থিত ছিলেন জামায়াত নেতা আব্দুল কাদের পাটোয়ারী,সরওয়ার আলম প্রমুখ।