চিরন বিকাশ দেওয়ান,রাঙামাটি প্রতিনিধিঃচন্দ্রঘোনা ফেরি পারাপার গতকাল সোমবার থেকে পাহাড়ী ঢলের স্রোতে ফেরির যান্ত্রিক ক্ষতি গ্রস্ত হয়েছে বলে জানা যায়,যাত্রী চলাচলে চরম ভোগান্তি, টানা বর্ষনে ঔজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে কর্নফুলী নদীতে স্রোত বেড়ে যায়, এদিকে নদীর তীব্র পানির স্রোতে ফেরির পল্টন ক্ষতি গ্রস্ত হয়, বর্তমানে যার কারনে মঙ্গলবার থেকে চন্দ্রঘোনা ফেরি চলাচল মেরামত না করা পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়, এবিষয়ে রাঙামাটি সড়ক ও জনপদ বিভাগের সাথে যোগাযোগ করা হলে সহকারী প্রকৌশলী (যান্ত্রিক) রনেল চাকমা নিশ্চিত করে বলেন, সোমবার বিকালে যেখানে ফেরির পল্টন বাধা থাকে সে দুটি পিলার পাহাড়ী ঢলের স্রোতে ক্ষতিগ্রস্ত হয়,ফেরির দুটি পিলার মেরামতের চেষ্টা চলছে, তবে আবাহওয়া অনুকূল না হলে কাজ করা যাবে না, বৃষ্টি হচ্ছে ওয়েললিং এর কাজ করা যাচ্ছে না,বৃষ্টির আবাহাওয়ার অনুকুল হলে দ্রত কাজ শেষ করে স্বাভাবিক ফেরি চলাচল ব্যবস্তা করা হবে বলে জানান।
চন্দ্রঘোনা ফেরি পারাপার গতকাল সোম বিকাল থেকে পাহাড়ী ঢলের স্রোতে যান্ত্রিক বিকল আপাতত চলাচল বন্ধ
Related Posts
কিশোরগঞ্জ শহরের যানজট নিরসনে ইজিবাইক মালিক সমিতি ও প্রাইভেট হাসপতাল-ক্লিনিক মালিক সমিতির সাথে পুলিশ সুপার এর মতবিনিময়।
মোঃ মাহ্ফুজুল হক খান (জিকু),সিনিয়র স্টাফ রিপোর্টারঃ আজ ১১ সেপ্টম্বর ২০২৪ খ্রি: কিশোরগঞ্জ শহরের যানজট নিরসনে ইজিবাইক মালিক সমিতি ও প্রাইভেট হাসপতাল-ক্লিনিক মালিক সমিতির সাথে পুলিশ সুপার, কিশোরগঞ্জ জনাব মোহাম্মদ…
কাউনিয়ায় ফলের দাম বৃদ্ধি ক্রেতা কম বিপাকে ব্যাবসায়ী
মোঃ মোশারফ হোসেন,কাউনিয়া রংপুর প্রতিনিধিঃ রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের পাশে কাউনিয়া বাসস্ট্যান্ডের টেপামধুপুর রোডে পড়ন্ত বিকেলে নানান রকমের ফলের পসড়া সাজিয়ে বসে আছেন ফল ব্যবসায়ি আব্দুল কাদের। তরতাজা বিভিন্ন ফলে পরিপূর্ণ দোকানে…