এ এম রিয়াজ কামাল হিরণ- চট্টগ্রাম জেলা:

চট্টগ্রাম শহরের নাকের ডগায় এক অবহেলিত জনপদের নাম বোয়ালখালী উপজেলা।ফ্যাক্ট শতবছরে পুরানো সেতুর উপর রেললাইন তার উপর পিচঢালা এক মুখি সড়ক পথ যা কোন উপকারে আসে না।
জনদুর্ভোগের আরেক নাম বোয়ালখালী + কালুরঘাট সেতু,বোয়ালখালীই একমাত্র উপজেলা যেখানে আপনাকে কখনো রেলপথ, কখনো সড়ক পথ ও কখনো নৌ-পথে চলতে বাধ্য করবে। বিভিন্ন সময় বিভিন্ন সরকার ক্ষমতায় আসে যায় কিন্তু এই কালুরঘাটে নতুন সেতু করার উদ্যোগ নিলেও তা পরবর্তীতে আর কোন পদক্ষেপ নেয়া হয়না।এই কালুরঘাট সেতু দিয়ে দৈনিক হাজার হাজার মানুষের আনাগোনা তার উপরে কক্সবাজার পর্যন্ত রেললাইন এই কালুরঘাট সেতু দিয়েই ট্রেন গুলো চলে। যেকোন মুহুর্তে বড় ধরনের দূর্ঘনা ঘঠতে পারে।চট্টগ্রামের বোয়ালখালী বাসীর দুঃখ কালুরঘাট সেতু,সেতুটি অনেক আগেই চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। দেখার কেউ নেই।