মোঃ সাদেকুল ইসলাম,সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ
সিরাজগঞ্জে জাতীয় দৈনিক আজকের দর্পণ পত্রিকার ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। গত
শুক্রবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় নিমন্ত্রণ হোটেলের হল রুমে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
উক্ত অনুষ্ঠানের আয়োজন করেন দৈনিক আজকের দর্পণ পত্রিকার জেলা প্রতিনিধি ছাম্মীর আহমেদ আজমীর।
সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক আজকের সিরাজগঞ্জ পত্রিকার প্রধান সম্পাদক জাকিরুল ইসলাম সান্টুর সভাপতিত্বে ও এনটিভি’র জেলা প্রতিনিধি শরিফুল ইসলাম ইন্না’র পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিলিভ ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর জাহিদুল ইসলাম রনি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি হেলাল আহমেদ, সিরাজগঞ্জ প্রতিদিন পত্রিকার নির্বাহী সম্পাদক ও বিশিষ্ট লেখক ইসমাঈল হোসেন, ইনডিপেনডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি দিলিপ গৌর, দৈনিক যুগান্তর পত্রিকার জেলা প্রতিনিধি জেহাদুল ইসলাম, যমুনা প্রবাহ পত্রিকার নির্বাহী সম্পাদক আব্দুল মজিদ, আরটিভি’র জেলা প্রতিনিধি ও দৈনিক কলম সৈনিক পত্রিকার বার্তা সম্পাদক ইউসুফ দেওয়ান রাজু, সিরাজগঞ্জ রিপোটার্স ইউনিটির ভারপ্রাপ্ত সভাপতি হাসান আলী। এছাড়া জাতীয় ও স্থানীয় পত্রিকার জেলা ও উপজেলা প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
এসময় অতিথিরা বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে দৈনিক আজকের দর্পণ পত্রিকার ভূমিকা তুলে ধরার পাশাপাশি পত্রিকার উত্তরোত্তর সাফল্য কামনা করেন।