চিরন বিকাশ দেওয়ান,রাঙামাটি জেলা প্রকিনিধিঃ
আজ সারাদেশের মত রাঙামাটি সদর উপজেলার জীবতলী ইউনিয়ন অন্তরগত জীবতলী উচ্চ বিদ্যালয় ২০২৪ সালের এস এস সি পরিক্ষায় ৮ জন অংশ গ্রহন করে ৭ জন কৃত্রি কার্য্য এস এস সি রেজাল্ট ভালো করেছেন,এই বিষয়ে সন্ধ্যা সরেজমিনে গিয়ে প্রধান শিক্ষক মোঃ ফয়সাল আমাদের রাঙামাটি প্রতিনিধিকে দেওয়া তথ্য মতে এই বার ছাত্র ছাত্রী অভিভাবক সমন্বয়ে ছাত্র ছাত্রী পাঠদানে নিরলস প্রচেষ্টা অভ্যাহত ছিল, ছাত্র ছাত্রী উপস্থিতি ভালো ছিল,এই প্রচেষ্টা আগামীতেও শতভাগ সাফল্য অর্জন করবে বলে জানিয়েছেন,একই সাথে বিদ্যালয় পরিচালনা উপ কমিটির সর্মানিত সদস্য এবং ৫নং ওয়ার্ড মেম্বার দয়াময় চাকমা ও ৪নং ওয়ার্ড সদস্য টুনু চাকমা ১নং জীবতলী ইউনিয়ন পরিষদ দুজনের বক্তব্য নেওয়া হয়েছে, তারা আমাদের প্রতিনিধি চিরন বিকাশ দেওয়ানকে জানান এবার আমরা সবসময় বিদ্যালয়ের তদারকি করেছি,নিয়মিত পাঠদান হচ্ছে কিনা,তবে শিক্ষক ও বিদ্যালয় পরিচালনা কমিটির নিরলস প্রচেষ্টায় এবার আশানুরূপ সাফল্য অর্জন হয়েছে, আগামীতেও এই প্রচেষ্টা জোরদার থাকবে।