চিরন বিকাশ দেওয়ান, রাঙামাটি প্রতিনিধিঃ 

বিদ্যালয়টি ১৯৯৫ সালে স্থাপিত হয়,২০১৯ সালে নির্ম্ম মাধ্যমিক বিদ্যালয়ের পাঠদানের অনুমোদন পায়,পরে সফলতার মধ্যেই ছাত্র ছাত্রীর পরীক্ষার রেজাল্ট ভালো দেখা যায়, পরবর্তী মাধ্যমিক বিদ্যালয় ক্লাস চালু করা হয়,তবে মাধ্যমিক বিদ্যালয়ের পাঠদানের অনুমতি না থাকায় এবার ২০২৩ইং অর্থবর্ষে এস এস সি পরীক্ষার ফরম ফিলাপ সাপছড়ি উচ্চমাধ্যমিক বিদ্যালয় থেকে করা হয়,সর্বপ্রথম এসএসসি পরীক্ষায় অংশগ্রহন করে ১৮জন শিক্ষার্থীর মধ্যে ৮জন উত্তীর্ণ,রাঙ্গামাটি সদর উপজেলার ১নং জীবতলী ইউনিয়নে স্থাপিত , জীবতলী মাধ্যমিক বিদ্যালয় হতে এবার ২০২৩সালে অনুষ্ঠিত (SSC)এসএসসি পরীক্ষায় অংশ গ্রহন করে ১৮জন শিক্ষার্থীর মধ্যে ৮জন উত্তীর্ণ হয়েছে। পাসের হার ৪৯% । বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফয়সাল আহমেদ জানান বিদ্যালয়টি অর্থাৎ ১৯৯৫ সালে স্থাপিত করেন, প্রয়াত ১নং জীবতলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান চিত্ত রঞ্জন চাকমা,সে সময়ে বিদ্যালয়টির জন্য ভূমিদাতা …ছিলেন প্রতিষ্ঠাতা সভাপতি..চিত্ত রঞ্জন.চাকমা। বিদ্যালয়টি দুইযুগের আগে প্রতিষ্ঠা করা হলেও বিভিন্ন সমস্যার কারনে এখনো পর্যন্ত এমপিও (MPO) ভুক্ত করা সম্ভব হয়নি। বর্তমানে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হলেন রাঙ্গামাটি সদর উপজেলার ইউএনও (UNO) নাজমা বিনতে আমিন ইউএন ও আন্তরিক প্রচেষ্টায় বিদ্যালয়টি এবার এমপিও ভুক্ত হওয়ার প্রসেসিং চলমান রয়েছে। ইতিমধ্যে যাবতীয় প্রয়োজনীয় ডকুমেন্ট শিক্ষামন্ত্রনালয়ে প্রেরন করা হয়েছে। এবছর রাঙামাটি সাংসদ দীপংকর তালুকদার এম পি ২লক্ষ টাকা সরকারি অনুদান অনুমোদন দেন, সে অনুদানে একটি হোস্টেল রুম করা হয়েছে, এবং শিক্ষকদের প্রতি প্রণোদনা হিসেবে কাপ্তাই জোনের জোন কমান্ডার আর্থিক সহায়তা প্রদান করার আশ্বাস পাওয়া গেছে এবং যথাশীঘ্র সম্ভব সহায়তা বিদ্যালয়ের তহবিলে জমা হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধান শিক্ষক মোঃ ফয়সাল আহাম্মদ ও ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দ। এবং বর্তমান সরকার শিক্ষার ক্ষেত্রে খুবই আন্তরিক, ও পার্বত্য চট্রগ্রামে শিক্ষার আলোয় আলোকিত করতে রাঙামাটি ২৯৯ নং সাংসদ দীপংকর তালুকদার এম পি নিরলস প্রচেষ্টা ছালিয়ে যাচ্ছেন মন্তব্য করেন শিক্ষক মন্ডলী ও অভিভাবক বৃন্দ, গত ক মাস আগে বিদ্যালয়ের পাঠাগার স্থাপনের জন্য ৩১ জুলাই ঢাকা থেকে বিদ্যালয়টি পরিদর্শন করেছেন বলে জানা গেছে। আর এদিকে বিদ্যালয়টি এমপিওভুক্ত করার জন্য রাঙ্গামাটির সাংসদ এমপি ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপঙ্কর তালুকদার, এম পি সহ সরকারী নীতি নির্ধারক শিক্ষা মন্ত্রনালয় এর সুদৃষ্টি কামনা করেছেন এলাকা বাসী গন্যমান্য ব্যক্তিবর্গ বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী প্রধান শিক্ষক মোঃ ফয়সাল আহাম্মদ, বিদ্যালয়টি এমপিও ভুক্ত করা হলে, জীবতলী ইউনিয়ন সহ ১১৮নং ধনপাতা মৌজার দরিদ্র মেধাবী শিক্ষার্থীরা শিক্ষার সুযোগ সুবিধা পাবে,ও শিক্ষার আলোয় আলোকিত হবে মন্তব্য করেন, ১১৮নং ধনপাতা মৌজা হেডম্যান রুপায়ন চাকমা, সহ বর্তমান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুদত্ত কার্বারী,বর্তমান মেম্বার টুনু চাকমা, বর্তমানে বিদ্যালয়ের ম্যনুয়াল বিধিমালা অনুসারে বিদ্যালয়ের সভাপতি রাঙামাটি সদর ইউএনও নাজমা বিনতে আমিন কৃতি ছাত্রছাত্রীদের এস এস সি পরীক্ষায় উর্ত্তীণদের উৎসাহিত করতে উপহার সামগ্রী তার নিজ কার্যালয়ে ছাত্রছাত্রীদের হাতে তুলে দেন,সেসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহকারী শিক্ষক মন্ডলী মেম্বার সহ গন্যমান্য ব্যক্তিবর্গ, তারা আমাদের প্রতিনিধিকে জানান, কাপ্তাই জোন কমান্ডার এবং এমপি দীপঙ্কর তালুকদার সহ সকলে আন্তরিকতা বিধায় এবার এমপিওভুক্ত হবে বলে আশা ব্যক্ত করছেন অভিভাবক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ছাত্রছাত্রী অভিভাবক,তারা মনে করেন বিদ্যালয়টি এমপিওভুক্ত হলে অত্র এলাকায় শিক্ষার আলোতে আলোকিত হবে বর্তমান পিছিয়ে পড়া প্রজন্ম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শতভাগ স্বাক্ষরতা করণ প্রকল্পের আওতায় এগিয়ে যাবে জীবতলী ইউনিয়ন। এবছর এস‌‌‌ এসসি পরীক্ষায় উত্তীর্ণ সকল শিক্ষার্থীদের সাফল্যে এলাকাবাসী গর্বিত, গৌরবান্বিত বোধ করছেন শিক্ষকবৃন্দ এবং ম্যানেজিং কমিটির সকল কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ, পরে আজ ছাত্রছাত্রী ও বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী রাঙামাটি সদর উপজেলার নির্বাহী অফিসার এর কার্যালয়ে সফলতার কৃতিত্ব সংবাদ জানাতে গিয়ে ইউ এন ও ছাত্রছাত্রীদের উৎসাহিত করতে উপহার সামগ্রী তুলে দেন।