জুনেদ বিন ফরিদ,জৈন্তাপুর প্রতিনিধি:জুমার দিন অত্যন্ত ফজিলত একটি দিন এবং এই দিনে ছেলে হোক বা মেয়ে হোক তারা সকলেই আমল করার সুযোগ পায় এবং এই আমলগুলো অত্যন্ত ফজিলতের।সাধারণত জুম্মার দিনে সকল উম্মতের জন্য যে আমলগুলো করতে বলেছেন সেই আমলগুলোতে আলাদাভাবে মহিলা এবং আলাদাভাবে পুরুষদের জন্য কোন আমল নির্ধারণ করা হয়নি। তাই একজন পুরুষ উম্মত আল্লাহতালা নৈকট্য অর্জনের জন্য যে আমল করবেন একজন মহিলা উম্মত সেই আমল করতে পারে।প্রথমত প্রতিদিনের ন্যায় এই জুমার দিনেও পাঁচ ওয়াক্ত সালাত মহিলা এবং পুরুষ উভয় বান্দাদের পড়তে হবে এবং এটা ফরজ একটি আমল যেটা আপনি কোন ভাবে মিস করতে পারেন না।জুমার দিনে সকাল সকাল উঠে ফরজ গোসলের মাধ্যমে পবিত্রতা অর্জন করা এবং উত্তম পোশাক পড়া এবং উত্তম সুগন্ধি মাখা গুরুত্বপূর্ণ কয়েকটি আমল। এটা ছেলে এবং মেয়ে উভয়ই করতে পারেন এবং তারা এইভাবে জুমার দিনে পরিচ্ছন্নতা অর্জন করতে পারেন।জুমার দিনের আরেকটি গুরুত্বপূর্ণ আমল হলো সূরা কাহাফ তেলাওয়াত করা। আপনি হতে পারেন ছেলে অথবা মেয়ে আপনি যেটাই হোন না কেন আল্লাহ তায়ালার সন্তোষ অর্জনের জন্য জুমার দিনে আপনাকে কাহাফ সূরা তেলাওয়াত করতেই হবে।জুমার দিনের আরেকটি গুরুত্বপূর্ণ আমল হচ্ছে বেশি বেশি দরুদ শরীফ পাঠ করা যেটা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর সামনে সরাসরি পেশ করা হবে।মেয়েরা চাইলে জুমার দিনে মনে মনে সব সময় আস্তাগফিরুল্লাহ এবং জিকির পাঠ করতে পারে যার মাধ্যমে আল্লাহ তা’আলা অনেক বেশি খুশি হবেন।