গাইবান্ধা জেলা প্রতিনিধি, মোঃ আব্দুল খালেক মিয়া:-  গাইবান্ধার জেলায় বর্ষাকালে বৃষ্টির দেখা না মিললেও, শরতে এসে হাজির হয়েছে কালো মেঘের অবিরাম বর্ষণ। আশ্বিনের দ্বিতীয় সপ্তাহ থেকে দিন-রাত ঝরছে গুড়ি গুড়ি বৃষ্টি। টানা বর্ষণের কারণে গাইবান্ধা জেলার বোয়ালী ইউনিয়ন এর তালুক বুড়াইল গ্রামের নাকাঁচা রাস্তাগুলো হাটু কাঁদায় পরিণত হয়েছে। ফলে চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে মানুষদের । সরেজমিনে দেখা গেছে, গাইবান্ধা জেলার বোয়ালী ইউনিয়ন এর তালুক বুড়াইল গ্রামের গত এক সপ্তাহ ধরে অবিরত গুড়ি গুড়ি বৃষ্টি অব্যাহত রয়েছে। বৃষ্টির কারণে গাইবান্ধা জেলার বোয়ালী ইউনিয়ন এর তালুক বুড়াইল গ্রামের কাঁচা রাস্তাগুলোর বেহাল অবস্থা দেখা দিয়েছে। দেশের অবকাঠামো উন্নয়নের ধারাবাহিকতায় জেলার অন্যান্য উপজেলার কাঁচা রাস্তাগুলো পাকাকরণ হলেও, অবহেলিত অবস্থায় পড়ে রয়েছে গাইবান্ধা জেলার বোয়ালী ইউনিয়ন এর তালুক বুড়াইল গ্রামেরকাঁচা রাস্তাগুলো। প্রতিবছরের ন্যায় এবারও বৃষ্টিতে হাটু কাঁদায় পরিণত হয়েছে এ রাস্তা। যা একদমই চলাচলের অনুপযোগী হয়ে দাঁড়িয়েছে।