মোঃ হাবিবুর রহমান,স্টাফ রিপোর্টারঃনারায়ণগঞ্জ জেলার সোনারগা উপজেলার অন্তরগত কাঁচপুর এর রাস্তা এখন পানিতে কানায় কানায় পরিপূর্ণ।কাচঁপুর থেকে গঙ্গাপুর যাওয়ার যে প্রধান সড়ক সেটি এখন টানা একদিন ধরে বৃষ্টিপাতের কারনে ছোটখাট নদীতে পরিনত হয়েছে। মানুষ দোকানপাট খুলতে পারছেনা পানির জন্য,রাস্তায় অতিরিক্ত পানি জমার কারনে বৃষ্টির পানি দোকানের ভিতরে প্রবেশ করেছে, কথিত উপায়ে জানা যায়,এইখানে সড়ক থেকে পানি নিষ্কাশনের ব্যবস্থা খুব একটা ভাল না। তাই বৃষ্টি হলেই মানুষের চলাফেরা এবং ব্যাবসার জন্য দুর্ভোগ পোহাতে হয়।কারন বৃষ্টির কারনে বেড়ে যায় যানজট ও জলাবদ্ধতা,যার জন্য এখন মানুষের জীবন জরাজীর্ন অবস্থা।