মোঃ মাহ্ফুজুল হক খান (জিকু),সিনিয়র স্টাফ রিপোর্টারঃ

আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে কিশোরগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ায় দল থেকে বহিষ্কার করা হয়েছে বিএনপি নেতা মোঃ নাজমুল আলম কে।তিনি কিশোরগঞ্জ জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ন-আহবায়ক ছিলেন এবং সদর উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীকের প্রার্থী ছিলেন।শুক্রবার দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ন–মহাসচিব জনাবঃ- রুহুল কবির রিজভী সাক্ষরিত এক চিঠিতে তাকে বহিষ্কার করা হয়।তবে দল থেকে বহিষ্কার করা হলেও জনগনের অধিকার আদায়ের লক্ষ্যে তিনি নির্বাচন করবেন বলে জানিয়েছেন সংবাদ মাধ্যম কে।এই বিষয়ে কথা বললে মোঃ নাজমুল আলম তার বক্তব্যে বলেন আমি শতবাধাঁ অতিক্রম করে নির্বাচন করছি এবং শেষ অবদী করবোই। আমার সিদ্ধান্তে আমি অটল। আশা করি জনগনের সমর্থন নিয়ে আগামী ৮ মে কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে আমি বিজয়ী হবো ইনশাআল্লাহ।

এই বিষয়ে কিশোরগঞ্জ জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ মাজহারুল ইসলাম এর কাছে জানতে চাইলে তিনি বলেন,দলীয় সিদ্ধান্তের বাহিরে গিয়ে কোন নির্বাচন করার সুযোগ নেই কারও। তাই দল এই বিষয়ে কঠোর ব্যবস্হা নিয়েছে।নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের শেষদিন ছিলো ১৭ ই এপ্রিল। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন ছিলো ২২ এপ্রিল, এবং ২৩ শে এপ্রিল প্রতীক বরাদ্দের দিনে তিনি আনারস প্রতীক পেয়েছেন।তিনি আনারস প্রতীকে নির্বাচনী প্রচার প্রচারণা ওগনসংযোগ চালিয়ে যাচ্ছেন। আগামী ৮ ই মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। বিভিন্ন সংবাদ মাধ্যমে পাওয়া খবরে ইতিমধ্যে সারা বাংলাদেশের প্রথম ধাপে ৭৩ জন বিএনপির প্রার্থী কে বহিষ্কার করা হয়েছে।