মোঃউজ্জল হোসেন,ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর ধামইরহাটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা, বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন পালন করা হয়েছে।
আজ শুক্রবার (২৯ সেপেটেম্বর) বিকাল ৪টায় ধামইরহাট উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সামনে উপজেলা আওয়ামীলীগ সভাপতি মো. দেলদার হোসেনের সভাপতিত্বে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আনন্দ র্যালী বের করা হয়। র্যালীটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে দলীয় কার্যালয়ের সামনে শেষ হয়। এর আগে জন্মদিন পালন উপলক্ষে দলীয় কার্যালয়ে কেক কাটা হয় ।
এরপরে উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. শাহাজান আলীর সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন জাতীয় সংসদের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও নওগাঁ-২ আসনের এমপি মো. শহীদুজ্জামান সরকার।
অনুষ্ঠানে উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি উপজেলা পরিষদের চেয়ারম্যান আজাহার আলী, সাধারণ সম্পাদক অধ্যাপক মো. শহীদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মো. সোহেল রানা, যুগ্ম সম্পাদক আবদুল মজিদ, দপ্তর সম্পাদক আব্দুল হাকিম, উপ- প্রচার সম্পাদক তমা আকতার, কোষাধ্যক্ষ সামসুজ্জোহা হাকিম, কৃষকলীগের ভারপ্রাপ্ত সভাপতি দেওয়ান জাহিদ, সম্পাদক জহুরুল হক, ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. ওসমান গণি, প্যানেল মেয়র মুক্তাদিরুল হক, মেহেদী হাসান, উপজেলা ছাত্রলীগের সভাপতি আবু সুফিয়ান, সম্পাদক আহসান হাবীব পান্নু, কলেজ ছাত্রলীগের সভাপতি সৌরভ বাবু, পৌর ছাত্রলীগের সভাপতি আবু হোসেন, সম্পাদক আনন্দ কুমার শীল প্রমুখসহ মহিলা আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মী ও সমর্থকগণ উপস্থিত ছিলেন।
ধামইরহাটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন পালন
Related Posts
সাতক্ষীরার তিন পত্রিকা সম্পাদকের বিরুদ্ধে চাঁদাবাজি অপহরণ ও লুটপাটের গায়েবী মামলা, বিস্মিত সাংবাদিক সমাজ।
সাতক্ষীরা জেলা প্রতিনিধি : মামলার সাক্ষীরা ঘটনা সম্পর্কে কিছুই জানেনা। প্রতিবেশীরাও কিছু বলতে পারেনা। অথচ চাঁদাবাজি লুটপাট ও অপহরণের কথিত অভিযোগে সাতক্ষীরার তিনপত্রিকা সম্পাদকের বিরুদ্ধে একটি গায়েবী মামলা দায়ের করা…
কিশোরগঞ্জে জেলা জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।
মোঃ মাহ্ফুজুল হক খান (জিকু),সিনিয়র স্টাফ রিপোর্টারঃ ২০০৬ সালে আওয়ামী সন্ত্রাসীদের লগী-বৈঠার তান্ডব ও নৃশংস হত্যা কান্ডের সাথে জড়িত খুনিদের অবিলম্বে গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার…