নিজস্ব প্রতিনিধি ,ব্রাহ্মণবাড়ীয়া নবীনগর প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়ীয়া নবীনগর উপজেলার,শিবপুর ইউনিয়নের শিবপুর সিএনজি স্টেশন এর সামনে রাস্তায় চেক পোষ্টে ১০ কেজি গাঁজাসহ ০৪ জন মাদক ব্যবসায়ীকে নবীনগর থানা পুলিশ গ্রেফতার করেছে।
নবীনগর থানার অপরাধ দমন, আসামি গ্রেফতার ও আইনশৃঙ্খলা রক্ষায় মান্যবর পুলিশ সুপার ব্রাহ্মণবাড়িয়া মহোদয়ের নির্দেশে নিরলসভাবে কাজ করে যাচ্ছে নবীনগর থানা পুলিশ।
অভিযানকালে এসআই আক্কাস আলী সঙ্গীয় ফোর্সসহ বুধবার ১৩/০৯/২৩ রাত ৭:৩০ ঘটিকার সময় নবীনগর থানাধীন শিবপুর ইউনিয়নের শিবপুর সিএনজি স্টেশন এর সামনে রাস্তায় চেক পোষ্টে সার্জ করে আসামীদের কে গ্রেফতার করার হয়। আসামীরা হলেন
মোসাঃ বৃষ্টি আক্তার ওরফে সনিয়া (১৯) স্বামী-মোঃ রুবেল, পিতা-মোঃ খায়রুল হক, সাং-উত্তর কান্দা, থানা-ভৈরব, জেলা-কিশোরগঞ্জ।
সিমা আক্তার (২০)
স্বামী-সোহেল ওরফে সোহাগ
পিতা-মোঃ শাকিল,
মাতা-ফাতেমা আক্তার,
সাং-চর চন্নিপুর, থানা-কসবা, জেলা-ব্রাহ্মণবাড়িয়া,
আইনের সংঘাতে জড়িত শিশু মোসাঃ তামান্না আক্তার (১৪)
পিতা-মোঃ শাকিল ওরফে রুবেল, সাং-রাজাপুর আশ্রয়ন প্রকল্প, ৫নং ঘর, থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মণবাড়িয়া।
আইনের সংঘাতে জড়িত শিশু মোসাঃ সাদিয়া আক্তার (১৭)
পিতা-মোঃ আবুল কাশেম,
মাতা-মোসাঃ রেহেনা আক্তার, সাং-রাজাপুর আশ্রয়ন প্রকল্প, ২নং ঘর, থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মণবাড়িয়া আসামিদের কাছ থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
ঘটনায় নবীনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে। আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।