শেখ মিহাদ বাবু,নবীনগর উপজেলা প্রতিনিধিঃব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সাত সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করার প্রতিবাদে ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়।সাংবাদিক সমাজের ব্যানারে বুধবার (১২-৭-২০২৩) স্থানীয় ডাক বাংলো প্রাঙ্গণে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। এতে বিভিন্ন শ্রেণীপেশার নেতৃবৃন্দসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।জানা যায় পত্রিকায় সংবাদ প্রকাশের জেরে নবীনগর পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর নিলুফা ইয়াছমিন বাদী হয়ে চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনাল আদালতে গত ৫ জানুয়ারী মামলাটি দায়ের করেন।এই মামলার সাত আসামি হলেন সাবিনা ইয়াসমিন পুতুল (দৈনিক ভোরের সময়), মাহাবুব আলম লিটন (দৈনিক সমকাল), মো. বাবুল (দৈনিক আমার সংবাদ), জ, ই বুলবুল (দৈনিক দেশ রূপান্তর), মো. সফর মিয়া (দৈনিক বর্তমান), দৈনিক সত্যের সন্ধ্যানে পত্রিকার নবীনগর প্রতিনিধি (নাম জানা যায়নি) ও মমিনুল হক রুবেল (ঢাকা নিউজ)।মামলার দায়িত্বপ্রাপ্ত তদন্তকারী কর্মকর্তা কাউন্টার টেররিজমের (সিএমপি)এসআই জুয়েল চৌধুরী গত শুক্রবার আসামিদের নাম ও ঠিকানা যাচাই করে প্রয়োজনীয় তথ্যাদি জানানোর জন্য নবীনগর থানাকে চিঠি দেন।এরপরই বিষয়টি জানাজানি হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার ঝড় ওঠে।তার আগে সাবিনা ইয়াসমিন পুতুল গত ৮ ডিসেম্বর/কাউন্সিলর নিলুফা ইয়াসমিনের বিরুদ্ধে ইউএনও’র বরাবরে শহীদ বীর মুক্তিযোদ্ধা ভূয়া সন্তান সেজে ভাতা উত্তোলনের অভিযোগ দাখিল করেন। এরই প্রেক্ষিতে স্থানীয় সাংবাদিকর বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকায় রিপোর্টটি প্রকাশ করেন।ওই সংবাদ প্রকাশের জেরে এ মামলাটি করা হয়। সাংবাদিকদের এ মানববন্ধনে সাংবাদিকদের সাথে সুশিল সমাজের নের্তৃবৃন্ধ অংশগ্রহন করে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলসহ সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান। এসময় বক্তব্য রাখেন,ব্যারিস্টার নজরুল ইসলাম নবী,কমরেড ইসহাক,মাওলানা মেহিদী হাসান, শ্রমিকলীগ নেতা আমীর হোসেন,প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহাবুব আলম লিটন,সাংবাদিক তাজুল ইসলাম চৌধৃুরী,শাহিন রেজা টিটু,মো. বাবুল আহম্মেদ,মো. সফর আলী,পুতুল বেগম, সঞ্জয় শীল,কায়েস আহম্মেদ,হেদায়েত উল্লাহ,খান জাহান আলী চৌধুরী প্রমূখ। বক্তারা অবিলম্বে এই মামলা প্রত্যাহারের জন্য জোর দাবি রাখেন,অন্যথায় আরো কঠোর কর্মসূচি দেয়ার ঘোষণা দেন।উল্লেখ্য নবীনগরে এই মামলার বিষয়টি নিয়ে স্থানীয় সাংবাদিকদের মধ্যে বিভিন্ন মতানৈক্য থাকলেও একাধিক সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ এই মামলাটি আলোচনার মাধ্যমে নিষ্পত্তি করার জন্য বাদী সহ রাজনৈতিক নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করছেন।তারা দ্রুত বিষয়টি নিস্পত্তির চেষ্টা চালিয়ে যাচ্ছেন।দ্রুত বিষয়টি সমাধান না হলে অচিরেই সকল সাংবাদিক সংগঠন ঐক্যবদ্ধভাবে মানববন্ধন, প্রতিবাদ সভা সহ বিভিন্ন কর্মসূচি দেওয়ার ইঙ্গিত প্রদান করেন।
নবীনগরে ৭ সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সভা
Related Posts
সাতক্ষীরার তিন পত্রিকা সম্পাদকের বিরুদ্ধে চাঁদাবাজি অপহরণ ও লুটপাটের গায়েবী মামলা, বিস্মিত সাংবাদিক সমাজ।
সাতক্ষীরা জেলা প্রতিনিধি : মামলার সাক্ষীরা ঘটনা সম্পর্কে কিছুই জানেনা। প্রতিবেশীরাও কিছু বলতে পারেনা। অথচ চাঁদাবাজি লুটপাট ও অপহরণের কথিত অভিযোগে সাতক্ষীরার তিনপত্রিকা সম্পাদকের বিরুদ্ধে একটি গায়েবী মামলা দায়ের করা…
কিশোরগঞ্জে জেলা জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।
মোঃ মাহ্ফুজুল হক খান (জিকু),সিনিয়র স্টাফ রিপোর্টারঃ ২০০৬ সালে আওয়ামী সন্ত্রাসীদের লগী-বৈঠার তান্ডব ও নৃশংস হত্যা কান্ডের সাথে জড়িত খুনিদের অবিলম্বে গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার…