সিনিয়র স্টাফ রিপোর্টার, মোঃ- মাহ্ফুজুল হক খান (জিকু):

কিশোরগঞ্জের বিভিন্ন স্থানে বেড়েই চলেছে ছিনতাই এর ঘটনা,প্রশাসন আপ্রাণ চেষ্টা করেও ছিনতাইয়ের পর ঐ সকল ছিনতাইকারীদের সনাক্ত করতে পারছে না। বিচারের আওতায় ও আনতে পারছে না। এর মূল কারণ হচ্ছে যে রাস্তায় চলাচলকারী সিএনজি গাড়ি গুলোতে কোন নাম্বার প্লেইট নেই। এ ব্যাপারে প্রশাসনের পাশাপাশি সিএনজি ফিলিং স্টেশন গুলো বড় ভূমিকা রাখতে পারে। যদি একটা নোটিশ জারি করতো যে নাম্বার প্লেট বিহীন কোন গাড়িতে গ্যাস সরবরাহ করা হবে না। তাহলে কিছুটা হলেও কিশোরগঞ্জের সাধারণ মানুষ এই ঘটনা থেকে মুক্তি পেতো। কারন ছিনতাই হওয়ার পর প্রশাসন অন্তত পক্ষে গাড়ির চালক এবং গাড়িটি সনাক্ত করতে সক্ষম হতো। আমরা সিএনজি ফিলিং স্টেশনের মালিকগন এবং প্রশাসনের দৃষ্টি আর্কষণ করছি এই বিষয়গুলো জোরদার আমলে নিয়ে আসার জন্য।