শেখ মিহাদ বাবু,বিশেষ সংবাদদাতাঃ
আমাদেরকে মানুষের সাথে সুসম্পর্ক গড়ে তুলতে হবে এবং আমাদের সরকারের সকল উন্নয়ন কর্মকাণ্ডগুলো জনগণের সামনে তুলে ধরতে হবে-নৌকাকে বিজয় করতে হলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ২৬ আগস্ট শনিবার বিকালে জিনদপুর ইউনিয়ন স্কুল এন্ড কলেজ মাঠে।
জিনদপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন, নবীনগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য ফয়জুর রহমান বাদল।
এসময় জিনদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহির উদ্দিন চৌধুরী সাহান, চেয়ারম্যান জসিম উদ্দিন,কাজী জহির উদ্দিন সিদ্দিক টিটু, আনোয়ারুল হক,উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ভিপি আব্দুর রহমান,পৌর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক খাইরুল আমিন,
সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, যুবলীগের সভাপতি সামস আলম, সাধারণ সম্পাদক আশরাফুল আলম রিপন, স্বেচ্ছাসেবক লীগ নেতা সালাউদ্দিন বাবু,এনামুল হক চৌধুরী,খোরশেদ আলম চৌধুরী,জিনদপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি সাংবাদিক আব্দুল হাদী,
জিনদপুর ইউনিয়নের সাবেক আওয়ামী লীগ সভাপতি আবুল হোসেন রানা, আওয়ামী লীগ নেতা আবুল হোসেন তনু,যুবলীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, শেখ হাফিজুর রহমান,আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ সহ স্থানীয় নেতৃবৃন্দ।পরে উৎসুক জনতা বাদল ভাইকে আবারো এমপি হিসেবে দেখতে চাই বলে হাত নাড়িয়ে উৎসাহিত করেন।এছাড়াও জাতীয় শোক দিবস উপলক্ষে সকালে শিবপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে, দুপুরে লাউর ফতেহপুর ইউনিয়নের বাশারুক মোড় সহ আরো দুইটি শোক দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।