নিজস্ব প্রতিবেদক আজ ০৯/১০/২০২৩ ইং সকালে কলেজ রোডস্থ পটুয়াখালী জেলা বিএনপির কার্যালয়ের সামনে জেলা বিএনপির উদ্যোগে কেন্দ্র ঘোষিত কর্মসূচি বাস্তবায়ন করতে আলহাজ্ব আঃ চুন্নু মিয়ার সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে জেলা বিএনপির অঙ্গ সংগঠন জেলা যুবদল,ছাত্রদল,শ্রমিক দল,সেচ্ছাসেবক দল সহ অসংখ্য নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে আলহাজ্ব আঃ চুন্নু মিয়া বলেন আপোষহীন নেত্রী অনেক অসুস্থ তাঁর উন্নত চিকিৎসা দরকার কিন্তু আওয়ামী লীগ সরকার তাঁর উন্নত চিকিৎসা সেবার জন্য বিদেশে যেতে দিচ্ছে না।পটুয়াখালী জেলা যুবদলের সহ-সভাপতি অ্যাডঃ রুহুল আমীন রেজা বলেন কেন্দ্র ঘোষিত কর্মসূচি বাস্তবায়ন করতে জেলা বিএনপির আহবানে আমরা জেলা যুবদল এ বিক্ষোভ সমাবেশে উপস্থিত হয়েছি কিন্তু আজ এ শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশে আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতারা যুবদলের উপর অতর্কিত হামলা করে যুবদলের অসংখ্য নেতাকর্মীকে আহত করেছে তাঁরা পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা সেবা নিচ্ছে।