মোঃ নুর ইসলাম মৃধা,স্টাফ রিপোর্টারঃ
পটুয়াখালী জেলার অন্তর্গত গলাচিপা উপজেলার চেয়ারম্যান মু. শাহীন শাহ শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। করোনা কালীন দূর্যোগ মোকাবিলায় সফলতা ও উপজেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ড সফলতার সাথে পরিচালনা করায় সরকারি বিভিন্ন জরিপে পটুয়াখালী জেলার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান পুনরায় নির্বাচিত করা হয়েছে। তাকে এ সম্মাননা দেওয়ায় গলাচিপা উপজেলার সর্বস্তরের জনগণ আনন্দে উচ্ছ্বসিত এবং তিনি (মু. শাহীন শাহ) বলেন আমাক পুনরায় শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ সেই সাথে আমি আমার গলাচিপা উপজেলার সকল জনগণকে এই সম্মাননা উৎসর্গ করলাম।