মোঃ মাহ্ফুজুল হক খান (জিকু),সিনিয়র স্টাফ রিপোর্টার কিশোরগঞ্জঃ

অদ্য ১৭/৪/২৪ ইং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত নিউজ এর উপর ভিত্তি করে লিখা। আমাদের দেশে নাকি সাংবাদিক হতে হলে ডিগ্ৰী পাশ হতে হবে! আমি ব্যক্তিগত ভাবে জানতে চাই প্রেস কাউন্সিলের এই ঘোষণা করার কি অধিকার আছে? “আমার মুরগী আমি কোন দিক দিয়ে জবাই করবো সেটা আমার ইচ্ছা এমন কিছু কি আছে বলার?কেনো! তারা কি সাংবাদিকদের জন্য কোনো বেতন-ভাতা নিশ্চিত করেছে? সাংবাদিক ডিগ্ৰী পাশ হলে তাদের জন্য প্রেস কাউন্সিলের তরফ থেকে কি কোন চাকরিবাকরি দেয়া হবে? ক‌ই এমন তো কিছু বলে না! তাহলে? বরং যা দেখা যাচ্ছে তাতে করে এটা সুস্পষ্ট যে এদেশের সাংবাদিকতার গলা টিপে ধরার জন্য‌ই প্রেস কাউন্সিলের জন্ম হয়েছে! সাংবাদিকের স্বাধীনতা কেড়ে নিতেই তারা প্রতিজ্ঞাবদ্ধ!লোকের প্রশ্ন, প্রেস কাউন্সিলের কয়জন ডিগ্ৰী পাশ? এদেশের সাংবাদিক ও সম্পাদকদের মধ্যে যাদের কাছে জাতি চিরঋণী তাদের মধ্যে কয়জন কি পাশ? আর ডিগ্ৰী পাশ চোর বাটপার কি নাই!? নাকি ডিগ্ৰী পাশ করলেই সে সুফী হয়ে যায়!?প্রেস কাউন্সিলের ভাবখানা দেখে মনে হয়, এমন কিছু যে চাকরির বিজ্ঞাপন দেয়া হয়েছে, আর সেই চাকরির শর্ত হচ্ছে ডিগ্ৰী পাশ হতে হবে। বাস্তবে যেহেতু তা নয়, অত‌এব ডিগ্ৰী পাশ, এম‌, এ পাশ বা অষ্টম শ্রেণী পাস তাতে তাদের কি? সাংবাদিক সে যে যাই পাশ হোক তাকে তো তার নিজের কাজ নিজের‌ই খুঁজে নিতে হয় যোগ্যতা দিয়ে! আর যে সাংবাদিককে কাজ দেয় সেও তো সাংবাদিকের যোগ্যতা দেখেই কাজ দিয়ে থাকে, প্রেস কাউন্সিলের কথায় বা প্রেস কাউন্সিলের সার্টিফিকেটের উপর তো কোনো মিডিয়া বা পত্রিকা কাঊকে কাজ দিবে না। তাহলে!?এমন তো নয় যে প্রেস কাউন্সিলের সার্টিফিকেট থাকলে তাকে পত্রিকা বা মিডিয়া চাকরি দিতে বাধিত বা সাংবাদিক আর বেকার খাটবেন না। বরং সাংবাদিকের কামার, কুমার, জেলে, তাঁতীদের মতোই যার যার ব্যক্তিগত যোগ্যতার উপর‌ই কাজ ও রোজগার করতে হয় এবং আজীবন হবেও তাই। তাহলে প্রেস কাউন্সিল সাংবাদিকের জন্য শর্ত আরোপ করার কে? তারা খুব বেশী হলে সাংবাদিকতার সীমারেখা নিয়ে ভাবতে পারে এবং তাদের ভাবনা ও গবেষণার ফসল যদি ভালো কিছুর সম্ভবনাময় হয় তবে তা জাতীয় ভাবে গৃহীত হতে পারে। অথচ এসব না করে তারা যা করছে তা আসলে কি?তাছাড়া তারা যা বলছে তা যে কখনোই হবার নয়, তা যে কেবলমাত্র নষ্টের মন্ত্র, -এটা তো তারাই সবচেয়ে ভালো ভাবে জানার কথা, তাহলে কেনো? মতলব কি!? গোলক ধাঁধার মধ্যে ফেলে রাখা!? “ভাত দেবার মুরোদ নাই কিল মারার গোঁসাই!” প্রেস কাউন্সিলের চরিত্র কি আসলেই তাই নয়!? আমি তো বলবো, এদেশের মূল ধারার সাংবাদিক ও দেশপ্রেমিক সম্পাদকদের উচিৎ প্রেস কাউন্সিলকে একা থাকতে দেয়া…।