সজীব দেবনাথ,গলাচিপা প্রতিনিধিঃবকুলবাড়িয়া ইউনিয়ন এর শেষ সীমান্তে রনুয়া গ্রামে সরকারি খাল অবমুক্ত করে আজ।গলাচিপা উপজেলার ইউএনও মোঃমহীউদ্দীন আল হেলাল বলেন,খালে কিছু ব্যাক্তিরা বাঁধ নির্মাণ করে,তাতে করে ঐ খালের সাথে নদীর সংযোগ বন্ধ হয়ে যায়। কিন্তু এলাকার কিছু মানুষ গলাচিপা উপজেলার ইউএনও কে জানায়,তারপর ইউএনও শুনে সেখানে চলে আশে।স্বরে জমিনে এসে যারা বাঁধ নির্মাণ করে তাদের খবর বা খোঁজা হইলেও পাওয়া যাইনি।তখন ইউএনও সেই খাল তৎক্ষনাৎ খাল অবমুক্ত করে আবার সবেক অবস্থায় নিয়ে আসে।এতে করে এখন গ্রামবাসি অনেক খুশি হয়ে ইউএনও কে ধন্যবাদ জানায়। বর্তমান খালের অবস্থা আবার স্বাভাবিক হয়ে গেছে।এসময় ইউএনওর কর্মকর্তা সহ সকল গ্রামবাসি সেখানে উপস্থিত ছিলেন।