মোঃ ফরহাদ হোসেন, বগুড়া প্রতিনিধি:বগুড়ার সারিয়াকান্দিতে বন্যায় পানি বন্দী ও বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদান করা হয়েছে। ২১ জুলাই (শুক্রবার) বিকেলে সারিয়াকান্দি উপজেলা প্রশাসনের আয়োজনে এই সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলার চন্দনবাইশা ইউনিয়নের ১৫০০ টি ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে এই সহায়তা প্রদানের উদ্বোধন করেন বগুড়ার জেলা প্রশাসক মো: সাইফুল ইসলাম। চন্দনবাইশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুন্নবী হিরোর সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সবুজ কুমার বসাক, পৌর মেয়র মতিউর রহমান মতি, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজেশ কুমার চক্রবর্তী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী তরফদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল ইসলাম, সাংবাদিক বৃন্দ ও স্থানীয় গুণীজন সহ উপকারভোগীরা। মানবিক সহায়তা প্রদান শেষে সন্ধ্যায় স্পিড বোট যোগে কাজলা ও চালুয়াবাড়ী ইউনিয়নে নদী ভাঙনরোধে পানি উন্নয়ন বোর্ড কর্তৃক জিও বস্তা দিয়ে নদী তীর সংরক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন তিনি।