বরিশাল জেলা প্রতিনিধি, মোহাম্মদ জাকির হোসেন:
বরিশালের বাকেরগঞ্জ উপজেলা জাতীয় পার্টির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ আগস্ট) বিকেল ৪ টায় উপজেলার সাহেবগঞ্জ পল্লীভবনে উপজেলা জাতীয় পার্টির এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। উপজেলা জাতীয় পার্টির সভাপতি জাহাঙ্গীর হোসেন মানিকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন প্রেসিডিয়াম সদস্য বেগম নাসরিন জাহান রতনা এমপি। উপজেলা জাতীয় পার্টির যুগ্ম-সাধারণ সম্পাদক প্রভাষক বিপ্লব মিত্রের সঞ্চালনায় বর্ধিত সভায় বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট বশির আহমেদ সবুজ, যুগ্ন-সাধারন সম্পাদক মানিক হাওলাদার, প্রভাষক মোঃ শহিদুল ইসলাম, জাতীয় পার্টি নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব মোল্লা, আলম ভূঁইয়া, এমএ বাছেদ হাওলাদার বাচ্চু, পৌরসভা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ফিরোজ আলম, জাতীয় মানব সেবা সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মোহাম্মদ জাকির হোসেন, উপজেলা ছাত্র সমাজের সভাপতি রিয়াজ সিকদার, ফয়সাল মিয়াজি, উপজেলা মহিলা পার্টির সভাপতি কাজল বেগম, সাধারণ সম্পাদক সুমা আক্তার প্রমূখ। বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে বেগম নাসরিন জাহান রতনা এমপি বলেন, বাকেরগঞ্জের মাটি জাতীয় পার্টির ঘাঁটি। তিনি এবং জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সাবেক মন্ত্রী আলহাজ্ব এবিএম রুহুল আমিন হাওলাদার যখন বাকেরগঞ্জে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, তখনই এ উপজেলায় অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। বাকেরগঞ্জ উপজেলায় উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি নাঙ্গল মার্কায় ভোট দিয়ে তাকে আবারও বিজয়ী করার আহ্বান জানান। এ লক্ষ্যে তিনি নেতা-কর্মীদের সজাগ দৃষ্টি এবং দলকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী করার আহ্বান জানান।