উচ্চপ্রু মারমা,রাজস্হলী রাঙ্গামাটি প্রতিনিধিঃ
আজ সনাতন ধর্মাবলম্বীদের ভগবান শ্রী কৃষ্ণের ৫২৪৯ তম জন্মবার্ষিক।হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শুভ জন্মাষ্টমী।আজ দেশজুড়ে ধর্মীয় আনন্দ উৎসবের মধ্য দিয়ে এ দিনটি পালন করছেন হিন্দু সম্প্রদায়।সনাতন ধর্ম মতে,অধর্ম ও দুর্জনের বিনাশ এবং ধর্ম ও সুজনের রক্ষায়,কৃষ্ণ যুগে যুগে পৃথিবীতে আগমন করেন। অপশক্তির হাত থেকে শুভশক্তিকে রক্ষার জন্য শ্রীকৃষ্ণ মথুরার অত্যাচারী রাজা কংসকে হত্যা করে মথুরায় শান্তি স্থাপন করেছিলেন।রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলা বাঙ্গালহালিয়া দক্ষিণেশ্বর কালী মন্দির পরিচালনা কমিটি ও বাঙ্গালহালিয়া শ্রী শ্রী রাধা মদন গোপাল গিরিধারী সেবা কুঞ্জ পরিচালনা কমিটি এবং ছাগল খাইয়া সার্বজনীন শ্রী শ্রী কৃষ্ণ মন্দির পরিচালনা কমিটির উদ্যোগে সনাতন ধর্মাবলম্ভীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব মহাবতার ভগবান শ্রী কৃষ্ণের জন্মষ্টমী উৎসব উদযাপন উপলক্ষে ৬ সেপ্টেম্বর বুধবার বিকেলে শ্রী শ্রী রাধা মদন গোপাল গিরিধারী সেবা কুঞ্জের সামনে থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি বাঙ্গালহালিয়া শ্রী শ্রী দক্ষিণেশ্বর কালী মন্দির হয়ে বাজার প্রদিক্ষণ করে বটতল ও আবাসিক হিন্দু পাড়ার উত্তর দক্ষিণ দিক প্রদক্ষিণ করে পুনরায় মন্দির প্রাঙ্গন এসে শেষ হয়। শোভাযাত্রায় উপস্থিত ছিলেন বাঙ্গালহালিয়া শ্রী শ্রী রাধা মদন গোপাল গিরিধারী সেবা কুঞ্জের অধ্যক্ষ মাদব গৌর দাস বাবাজি, বাঙ্গালহালিয়া ইউপি চেয়ারম্যান আদোমং মারমা,সাংবাদিক হারাধন কর্মকার,সাংবাদিক মিনটু কান্তি নাথ, মন্দির পরিচালনা কমিটির সভাপতি অমর নাথ চৌধুরী টিকলু, শ্রী শ্রী রাধা মদন গোপাল গিরিধারী সেবা কুঞ্জ পরিচালনা কমিটির সভাপতি পংকজ ভুষন চৌধুরী,সহ বিশ্বনাথ চৌধুরী, ইউপি সদস্য শিমুল দাশ, মহিলা সদস্যা বাপ্পী দেব, কুতুরিয়া পাড়া শিব মন্দির পরিচালনা কমিটির উপদেষ্টা পুলক চৌধুরী, মন্দির পরিচালনা কমিটির সভাপতি শ্যামল কান্তি বিশ্বাস,সুজিত কর টিপু,নয়ন চৌধুরী,দক্ষিণেশ্বর কালী মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক রিটন দত্ত,দক্ষিণেশ্বর কালী মন্দিরের দূর্গা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুমন দে,সজল দাসসহ দক্ষিণেশ্বর কালী মন্দির পরিচালনা কমিটি ও বাঙ্গালহালিয়া শ্রী শ্রী রাধা মদন গোপাল গিরিধারী সেবা কুঞ্জ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শোভাযাত্রায় শত শত সনাতন সম্প্রদায়ের নর নারী অংশগ্রহণ করেন।