চিরন বিকাশ দেওয়ান,রাঙ্গামাটিপ্রতিনিধিঃরাঙ্গামাটি জেলার দূর্গম বিলাইছড়ি উপজেলাতেও ৩ জন ডেঙ্গু রোগী শনাক্ত করা হয়েছে বলে জানান উপজেলা স্বাস্থ্য বিভাগ।মঙ্গলবার( ১৮জুলাই) হাসপাতালে কর্তব্যরত মেডিকেল অফিসার ডাঃ দেলোয়ার হোসেন ও ডাঃ শারমিন খন্দকার সঙ্গে কথা হলে তারা এ তথ্য জানান। তারা আরো জানান গতকাল সোমবার থেকে আজ মঙ্গলবার পর্যন্ত যে রোগীগুলো এসেছিল সেখানে তাদের অবস্থা বুঝে টেস্ট করা হলে তিন জনের দেহে ডেঙ্গু Ns1 পজিটিভ শনাক্ত করা হয়।তারমধ্যে একজনের নাম মায়া চাকমা (২০),অন্যজন দয়ালক্ষী চাকমা (৫২),আরেকজন অনিমেষ চাকমা।তাদের তিনজনে মধ্যে মায়া চাকমার অবস্থা অবনতি হওয়ায় তাকে জেলা হাসপাতালে রেফার করা হয়েছে। বাকী দুইজন বহিঃবিভাগে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।মায়া চাকমার বাড়ি গো- ছড়া হলেও তিনি রাঙ্গামাটি সদরে থাকেন বলে জানা গেছে।