মোঃ আজগার আলী, জেলা প্রতিনিধি সাতক্ষীরা:“জেন্ডার সমতাই শক্তিঃ নারী ও কন্যাশিশুর মুক্ত উচ্চারণে হোক পৃথিবীর অবারিত সম্ভাবনার দ্বার উন্মোচন ” প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা যথাযথ মর্যাদায় পালিত হলো বিশ্ব জনসংখ্যা দিবস। মঙ্গলবার ১১ ই জুলাই সকালে সাতক্ষীরা জেলা প্রশাসন ও পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজন বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে কালেক্টরেট চত্বর হতে এক র‌্যালী বের হয়ে শহরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। পরিবার পরিকল্পনা সাতক্ষীরার উপ পরিচালক দীপক কুমার শাহা এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সহকারী পরিচালক ডা: বি এম দ্বীন মোহাম্মাদ। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ আ: সেলিমের উপস্থাপনায় এসময় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈন, সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার পুলক কুমার চক্রবর্তী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সাতক্ষীরার অতিরিক্ত উপ পরিচালক (শস্য) ইকবাল আহমেদ, জেলা সমবায় কর্মকর্তা এফ এম সেলিম আখতার, তালা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিউর রহমান, পারুলিয়া ইউ পি চেয়ারম্যান মোঃ গোলাম ফারুক বাবু,সাতক্ষীরা আনসার ও ভিডিপির সহকারী জেলা কমান্ড‍্যান্ট মোঃ কামরুজ্জামান প্রমুখ।এছাড়া আরো বক্তব্য রাখেন তালা জালালপুর ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক মোঃ মোসলেম শেখ ও মিসেস জেসমিন আরা, শিবপুর ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক মোঃ কবিরুল ইসলাম, কুশখালী ইউনিয়ানের পরিবার পরিকল্পনা পরিদর্শক অছিকুর রহমান, পরিবার পরিকল্পনা সাতক্ষীরার হিসাব রক্ষক (অঃদঃ) মো. জিল্লুর রহমান, শ্যামনগর ফ্রেন্ডশীপ এনজিও ‘র সিনিয়র প্রজেক্ট কো-অর্ডিনেটর জি এম আব্দুর রহিম।অনুষ্ঠানে পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য কার্যক্রম বাস্তবায়নের উল্লেখযোগ্য অবদান রাখার জন্য ৮ জন শ্রেষ্ঠ কর্মী ও প্রতিষ্ঠানকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।