ইকরাম হোসাইন,ব্রাহ্মণবাড়িয়া নবীনগর প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাঙ্গরা বাজারে সরকারি জমি ও খাল দখল করে অবৈধভাবে মার্কেট নির্মাণের অভিযোগ উঠেছে। প্রভাবশালীরা বুড়ি নদীর শাখা অদের খালের উপর এবং সড়ক ও জনপথের জায়গায় প্রায় ৫০-৬০টি দোকান নির্মাণ করছে বলে জানা গেছে।এই অবৈধ নির্মাণের ফলে রাস্তা সংকুচিত হয়ে যানজট সৃষ্টি হচ্ছে এবং যাত্রীদের চলাচলে সমস্যা হচ্ছে। এছাড়াও, খাল দখলের ফলে এর নাব্যতা কমে যাচ্ছে এবং জীব বৈচিত্র্য হুমকির মুখে পড়েছে। পরিবেশবাদীরা আশঙ্কা করছেন যে, এভাবে চলতে থাকলে খালটি অচিরেই বিলীন হয়ে যাবে।স্থানীয় সূত্রে জানা গেছে, আগেও একাধিকবার এই এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছিল। সাবেক এমপি এবাদুল করিম বুলবুলের আমলে প্রায় ২০০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হলেও, দখলদাররা আবারও সেই জায়গা দখল করে নিচ্ছে।স্থানীয় চেয়ারম্যান ও বাজার কমিটির সভাপতি মোঃ রবি জানিয়েছেন, দোকান মালিকরা আগে থেকেই এই জায়গাগুলো দখল করে ব্যবসা করে আসছিল। রাস্তার গাইড ওয়াল নির্মাণের সময় সাবেক এমপির অনুরোধে তারা সাময়িকভাবে দোকান সরিয়ে নিয়েছিল। তবে তিনি দখলের বিনিময়ে কোনো আর্থিক লেনদেনের কথা অস্বীকার করেছেন।অবৈধ দখলদাররা স্বীকার করেছেন যে, তারা জীবিকা নির্বাহের তাগিদেই আবার জায়গা দখল করে ব্যবসা করছেন। তবে সরকার প্রয়োজন মনে করলে তারা জায়গা ছেড়ে দেবেন বলেও জানিয়েছেন।
নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর ফরহাদ শামীম জানিয়েছেন, তিনি বিষয়টি সম্পর্কে অবগত এবং তদন্ত করে দেখেছেন যে দখল হওয়া জায়গাগুলো সড়ক ও জনপথ বিভাগের। তিনি সওজ কর্তৃপক্ষকে উচ্ছেদ অভিযানে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।সওজের নির্বাহী প্রকৌশলী মীর নিজাম উদ্দিন আহমেদ জানিয়েছেন, উচ্ছেদ অভিযানের জন্য জেলা প্রশাসক বরাবর আবেদন করা হয়েছে। ম্যাজিস্ট্রেট পাওয়া গেলেই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।এই ঘটনায় স্থানীয় জনসাধারণের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। তারা দ্রুত এই অবৈধ দখল উচ্ছেদ এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।