এ এম রিয়াজ কামাল হিরণ,চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ

গেলো কয়দিন আগে ভয়াবহ আকারে বন্যা পীড়িত সাতকানিয়া-লোহাগাড়ার প্রায় ৭০% ঘরবাড়ি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষতঃ ১০নং কেঁওচিয়া ইউনিয়নের করুণ অবস্থা!! বিশেষ করে ঘরসহ ১, ২ ও ৩ নং ওয়ার্ডের কাঁচা-বেড়ার ঘরগুলো বলতে গেলে নতুনভাবেই করতে হচ্ছে। মেরামত করতে গিয়ে “নিদারুণ অর্থনৈতিক সংকটে” পড়েছে মানুষ। এমন কঠিন সময়ে, এলাকার বিত্তশালীরা এগিয়ে না এলে এবং সরকারি তহবিলের সুষম_বণ্টন নাহলে মানুষের এই দুর্গতি সহজে লাঘব হওয়ার মতো নয়।। বলতে গেলে সাতকানিয়া লোহাগাড়ার প্রতিটি পাড়ায় পুরনো মাঠির ঘর ও বাঁশের বেড়ার ঘর গুলি এক্কেবারে নষ্ট হয়ে গেছে। তাদের কষ্টের সীমা নেই। এই অবস্থায় তাদের পাশে দাঁড়ানোর জন্যে এলাকার বিত্তশালীদের এগিয়ে আসার আহবান জানাচ্ছি।

হে আল্লাহ তুমি সবাইকে সবরে জামীল দান করো এবং আয়-রোজগারে বারাকাহ দাও, আ-মীন।